ববি উপাচার্যের নামে ফেইক হোয়াটসঅ্যাপ আইডি খুলে টাকা দাবি

Share the post
রহমান রাজিব, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের অফিসিয়াল ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে 01894096200 নাম্বার থেকে টাকা দাবি করার অভিযোগ উঠেছে।রবিবার (২৩ মার্চ) বিষয়টি জনসংযোগ দপ্তরের উপ পরিচালক মো. ফয়সাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ফয়সাল মাহমুদ বলেন,বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ছবি ও নাম ব্যবহার করে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে  বিভিন্ন ব্যক্তিকে বিভ্রান্তমূলক বার্তা ও টাকা চাওয়া হচ্ছে। প্রকৃতপক্ষে উক্ত নাম্বারটি মাননীয় উপাচার্য  মহোদয় অথবা বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোন অফিসিয়াল  নাম্বার নয়। সুতরাং এই বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
উপাচার্যের নামে ব্যবহৃত ফেইক বার্তাতে বলা হয়, আমি(উপাচার্য) সিমিত সময়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং এ যোগ দিচ্ছি। সেজন্য আমার জন্য জরুরিভাবে আপনি অনুগ্রহ করে কিছু অর্থ পাঠাতে পারেন! এসময় ঢাকা যাওয়ার কথা বলে ১৫ হাজার টাকা দিতে বলেন তাঁকে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি বলেন, উপাচার্যের নাম ও ছবি দিয়ে ফেইক হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বিভ্রান্তিকর বার্তা পাঠানো হচ্ছে যেটি উদ্বেগের বিষয়। আমরা প্রাথমিকভাবে পুলিশকে অবগত করেছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

রাবি অধ্যাপক মুসতাককে ৫ বছরের জন্য বহিষ্কার

Share the post

Share the post সৈয়দ মাহিন,রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ও প্রাক্তন সভাপতি মুসতাক আহমেদ কে ৫ বছরের জন্য অব্যহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২৫ মার্চ) জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাবি সিন্ডিকেটের ৫৩৭তম সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয় […]

ভালুকায় তিন একর বনাঞ্চল আগুনে পুড়ে ছাই

Share the post

Share the postআল আমিন, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় সংরক্ষিত বনাঞ্চলে আচমকা অগ্নিকাণ্ডে প্রায় ৩ একর বনভূমি পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আংগারগাড়া ইউনিয়নের চানপুর এলাকায় ওই ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় ফায়ার সার্ভিস। ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান […]