

আব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দর্শন / ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২০-২১ সেসনের শিক্ষার্থী মো: আসাদুল ইসলাম।
এছাড়াও উক্ত কমিটির কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মো: মিদুল সরকার ।
আজ বৃহস্পতিবার ( ৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে উক্ত কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মো: জাহাঙ্গীর আলম বলেন, “সকলের ভালোবাসা ও আস্থায় রাজশাহী বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে আমি গভীরভাবে কৃতজ্ঞ ও সম্মানিত বোধ করছি। এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বরং আমাদের প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টা ও একতাবদ্ধতার প্রতিফলন।
আমি বিশ্বাস করি, সমিতি কোনো একক ব্যক্তির নয়; এটি সবার। তাই আপনাদের প্রত্যেকের মতামত, সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণ ছাড়া আমাদের কোনো লক্ষ্যই সফল হবে না।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা সবাই একসাথে কাজ করলে এই সমিতি শিক্ষার্থীদের প্রকৃত কল্যাণে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।
পরিশেষে, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দোয়া ও সহযোগিতা কামনা করছি—যেন আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় এসোসিয়েশনকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি।”
এসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো: আসাদুল ইসলাম বলেন, “আজ রাজশাহী বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়া আমার জন্য এক বিরাট সম্মান ও দায়িত্বের বিষয়। এই বিজয় শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং আমাদের রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের ঐক্য, বিশ্বাস ও প্রত্যাশার প্রতিফলন।
আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সকল শিক্ষার্থীকে, যারা আমাকে আস্থা রেখে এই দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন। আমি বিশ্বাস করি, নেতৃত্ব মানে কেবল একটি পদ নয়; বরং সবার জন্য কাজ করার আজীবন অঙ্গীকার।
আমার লক্ষ্য থাকবে এই সমিতিকে শুধু সাংগঠনিক পর্যায়ে সীমাবদ্ধ না রেখে গবেষণা-ভিত্তিক একটি শক্তিশালী প্ল্যাটফর্মে রূপান্তরিত করা, যেখানে আমাদের শিক্ষার্থীরা জ্ঞানচর্চা, গবেষণা ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমে নিজেদের সক্ষমতা প্রকাশ করতে পারবে।
এক্ষেত্রে আমি বিশেষভাবে বলতে চাই—যারা এ নির্বাচনে অংশগ্রহণ করেছেন কিন্তু বিজয়ী হতে পারেননি, তাদের প্রতিও আমাদের সম্মান ও শ্রদ্ধা চিরকাল অটুট থাকবে। কারণ প্রতিটি প্রতিদ্বন্দ্বিতা আসলে আমাদের নৈতিক চর্চা, অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার-ই প্রতিফলন।
আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি—আসুন আমরা একসাথে কাজ করি, যাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতিকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে পারি এবং সত্যিকার অর্থে একটি আদর্শ সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি।
পরিশেষে
আমি সবার দোয়া, সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।”
নবনির্বাচিত কোষাধ্যক্ষ মো: মিদুল সরকার বলেন, “রাজশাহী বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির নির্বাচনে আমি ট্রেজারার/কোষাধ্যক্ষ পদপার্থী হিসেবে জয়লাভ করি,আর এই জয়লাভের মাধ্যমে আমি এই এসোসিয়েশনের অনেক বড় একটা দায়িত্ব পাই। ইনশাআল্লাহ আমি অবশ্যই চেষ্টা করবো সততা ও নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করার।
আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই আজকের নির্বাচন কমিশনের পরিচালকদেরকে কারন তারা আমাদের সুষ্ঠু ও উৎসবমুখর একটা নির্বাচন উপহার দিয়েছে এবং আমি আমার এসোসিয়েশনের সকল সিনিয়র ভাইয়া/আপু, বন্ধুবান্ধব, ছোট ভাইবোনদের ধন্যবাদ দিতে চাই আমাকে সমর্থন দিয়ে এই এসোসিয়েশনের হয়ে কাজ করার সুযোগ করে দেয়ার জন্য। তাদের এই ভালোবাসায় মুগ্ধ আমি।ইনশাআল্লাহ এসোসিয়েশনের সবাইকে পাশে নিয়ে আগামীতে এই এসোসিয়েশন টাকে অনেক দূর এগিয়ে নিতে চাই।
সকলের প্রতি অনুরোধ রইলো এই এসোসিয়েশন টাকে এগিয়ে নিতে, পাশে থেকে আমাকে সাহায্য করবেন।”