বগুড়া শাজাহানপুরে ভয়াল সেই ১১নভেম্বর

Share the post

মোঃ মাইনুল হক,     ভয়াল  ১১নভেম্বর। ১৯৭১সালে সেদিন ছিলো ২৭রমজানের মহিমান্বিত রাত। মুক্তি যুদ্ধ চলাকালিন সময়ে আজকের ভোরে বগুড়া শাজাহানপুর উপজেলার খড়না ইউনিয়নের বাবুর পুকুরে অনেক মুক্তি যোদ্ধাকে গুলি করে হত্যার পর ফেলে রেখেছিলো কালো পোশাক ধারী পাকিস্থানী সেনা বাহিনী এবং তাদের দোসর রাজাকার ও আল বদর বাহিনী। বর্তমান আওয়ামীলীগ সরকারের সময়ে বগুড়া জেলা পরিষদের অর্থায়নে ২০০৯সালে এখানে নির্মিত হয় মুক্তি যুদ্ধের বিরল স্বাক্ষী বাবুর পুকুর বধ্য ভূমি সৃতিসৌধ।

প্রতিদিনই এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন দেখতে আসেন। বদ্ধ ভূমি সৃতি সৌধের জমি দান করেন ওই এলাকার এ্যাডভোকেট আফতাফ উদ্দীন আহম্মেদ, আলতাফ হোসেন এবং এ্যাডভোকেট রাশেদুর রহমান মরিশ। সেদিনের শহীদ মুক্তি যোদ্ধাদের মধ্যে পরিচয় পাওয়া গেছে সাইফুল ইসলাম, জালাল উদ্দীন জালাল, আব্দুল কুদ্দুস মন্টু, আব্দুল কাদের বাদশা, বাচ্চু শেখ ওরফে বাচ্চা মিয়া, আব্দুল মান্নান ওরফে মান্না, আলতাফ আলী আলতাফ, আব্দুস ছবুর ওরফে ভোলা, নুরজাহান আলী লক্ষী, মোফাজ্জল হোসেন, আব্দুল হান্নান, ওয়াজেদুর রহমান টুকু, ফজলুর রহমান খান ফজলু।

সেদিন শহীদ হওয়া অনেকের নাম এখন পর্যন্ত পাওয়া যায়নাই। এদের মধ্যে নুরজাহান আলী লক্ষী ছিলেন হিন্দু। তোতা মিয়া নামের এক মুক্তি যোদ্ধাকে ভালোবেসে মুসলমান হয়ে বিয়েও করেছিলেন। পাকিস্থানী সেনাবাহিনী তোতা মিয়াকে ধরতে গিয়ে না পেয়ে লক্ষীকে ধরে এনেছিলো। ফজরের আযানের কিছুক্ষন পরে মুহুম্র্ূহ গুলিশের শব্দে কেঁপে ওঠে পুরো গ্রাম। সবাই যে যার মত পালাতে থাকে। ওই গ্রামের এক দুরন্ত কিশোর রাশেদুর রহমান মরিস অন্যদের মত জেগে ওঠেন। তবে তিনি না পালিয়ে গুলির শব্দ থামা মাত্র বাবুর পুকুরের দিকে এগিয়ে যান। ততক্ষনে পাকিস্থানীরা চলেগেছে।

দেখতে পান পুকুরের পাড়ে আর পানিতে লাশ আর রক্ত। নিথর দেহ থেকে তাজা রক্ত গড়িয়ে পুকুরের পানিতে জমাট বাঁধছে। সেই দুঃসহ সৃতি তাকে আজো তাড়া করে। সৃতি সৌধের জমিদাতাতের মধ্যে তিনিও একজন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]

আশুলিয়ার অলিগলিতে এখন মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলেছেন মাদক ব্যাবসায়ীগন উঠতি বয়সী তরুণরা প্রচন্ড ঝুঁকির মুখে!!!!

Share the post

Share the postমোঃ আবু ছালেহ বিপ্লব  ঢাকা জেলা প্রতিনিধি :ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া ভাদাইলসহ আশেপাশের বেশ কয়েকটি এলাকায় ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে মাদকের করাল গ্রাস। স্থানীয়রা অভিযোগ করছেন, পাড়া-মহল্লা, অলিগলি—কোথাও যেন নেই মাদক ব্যবসায়ীদের উপস্থিতি থেকে মুক্ত কোনো জায়গা। সম্প্রতি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ইয়াবা ও টাপেন্টাডল নামক একটি নতুন ধরনের মাদকের ব্যবহার। […]