বইমেলায় বেস্ট সেলার ‘আমি একজন সেলসম্যান’

Share the post

চট্টগ্রাম:  অমর একুশে বইমেলায় চলছে জমজমাট বিক্রি। প্রতিদিনই নতুন কোনো না কোনো বই যুক্ত হয়েছে মেলায়। উন্মোচন হচ্ছে মোড়ক।

বিভিন্ন প্রকাশনী সংস্থার সঙ্গে কথা বলে জানা গেছে, এবার নন ফিকশন বইয়ের বিক্রি সবচেয়ে বেশি। প্রায় সব বয়সী পাঠকের আগ্রহ এ ধরনের বই নিয়ে।

আদর্শ প্রকাশনী থেকে বেরিয়েছে অনেকগুলো আত্মউন্নয়নমূলক বই। এর মধ্যে আইমান সাদিকের ‘লোকে কী বলবে’, মুনির হাসানের ‘ইমোশনাল মার্কেটিং’, তানভীর শাহরিয়ার রিমনের ‘আমি একজন সেলসম্যান’ উল্লেখযোগ্য।

বইমেলায় রেকর্ড পরিমাণ বিক্রি হয়েছে ‘আমি একজন সেলসম্যান’ বইটি। বিশেষ করে করপোরেট পেশাজীবী, বিক্রয় কর্মীদের টার্গেট করে লেখা হলেও অনেক তরুণ উদ্যোক্তাও বইটি কিনছেন। পাশাপাশি তরুণ পাঠকদের মাঝে দারুণ সাড়া জাগিয়েছে সেলসম্যান!

এটা কী নন ফিকশন বই? আত্মউন্নয়নমূলক বই? নাকি উপন্যাস? উত্তর দেন লেখক নিজেই। বলেন, মানুষ স্টোরি টেলিং পছন্দ করে। বাস্তব জীবনে ঘটে যাওয়া নানান ঘটনা থেকে আমরা নিত্য অনুপ্রেরণা নেই। আর সেসব থেকেই করপোরেট পেশাজীবীদের নিয়ে মূলত ইমোশনাল ইন্টেলিজেন্স এর ওপর একটু ভিন্নভাবে লিখেছি এই বই। আমি ফিকশন কিংবা নন ফিকশন কোনোটাই বলবো না, বরং বলবো এটা আমাদের জীবনের ছবি।

‘আমি একজন সেলসম্যান’ বই নিয়ে রিভিউ লিখেছেন দেশের জনপ্রিয় লেখক মুনির হাসান। তিনি লিখেছেন, বাংলাদেশের মতো দেশে সৎভাবে কোনকিছু বিক্রি করা একটি কঠিন কাজ। কারণ যেসব বিক্রয় কৌশল আমরা পাঠ্যপুস্তকে পড়ি, সেগুলোর আদর্শ অবস্থা এই সমাজে বিরাজ করে না। তাই বিক্রয় কর্মী কিংবা ব্যবস্থাপকদের দরকার মাঠের অভিজ্ঞতা সম্পর্কে জানা, সফল কৌশল সম্পর্কে অবহিত হওয়া। ইমোশনাল ইন্টেলিজেন্স এর প্রয়োগ ঘটানো। আর এসব নিয়েই এই বইটি।

দেশের বিক্রয় খাতের কর্মীদের জন্য বইটিতে খুবই সাবলীলভাবে আলোচনা করা হয়েছে-কেমন করে ভালো বিক্রয়কর্মী হওয়া যায়, মানবিক বিক্রয় কর্মী হওয়া যায়। দক্ষ এবং নতুন বিক্রয়কর্মীর পাশাপাশি উদ্যোক্তাদেরও এই বই অবশ্য পাঠ্য।

বইটি শুধু চট্টগ্রাম বা ঢাকা বই মেলাতেই নয়, দেশের অনলাইন বই বিক্রির সবচেয়ে বড় মার্কেট প্লেস রকমারিতে ইতোমধ্যেই বেস্টসেলার ঘোষিত হয়েছে। বিক্রয় ও বিপণন ক্যাটাগরিতে এই বইটি ৬ নাম্বার বেস্ট সেলার। পাশাপাশি বই বাজারে শীর্ষ তিনে জায়গা করে নিয়েছে ‘আমি একজন সেলসম্যান’। এক নাম্বার বেস্ট সেলার হয়েছে স্মার্টওয়ে বিডি এবং ইজি লাইফে। দূরবিনেও আছে শীর্ষে।

লেখক বলেন, আমি আনন্দিত যে- পাঠক বইটি পছন্দ করেছেন। তারা বইটি পড়ে অত্যন্ত পজিটিভ রিভিউ দিচ্ছেন। বিশেষ করে তরুণদের অন্যতম পছন্দের বই হিসাবে ‘আমি একজন সেলসম্যান’কে গ্রহণ করায় আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আশুগঞ্জে দুই দফা দাবিতে সার কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃএক কর্পোরেশন এক স্কেল, বাস্তবায়ন ও কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও গেট মিটিং করেছে। রবিবার সকাল ৯ টায় কারখানার গেইটের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে এএফসিসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশের বক্তব্য রাখেন […]

আখাউড়ায় ১৫৪ লিটার চোলাই মদসহ  চারজন গ্রেপ্তার 

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃহস্পতিবার গভীর রাতে যৌথবাহিনীর অভিযানে ১৫৪ লিটার চোলাই মদসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আখাউড়া পৌর এলাকার রেলওয়ে সুইপার কলোনীতে এই অভিযান চালানো হয়। এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদেরকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ ইব্রাহিম-(৩০), রাজন হরিজন-(৬৫), সাগর হরিজন-(৪০) ও সীমান্ত হরিজন-(২৯)। এর মধ্যে […]