ফ্রান্সের দ্রব্য বয়কটের দাবি
সাজ্জাদুল ইসলাম হৃদয় ।। কুমিল্লা প্রতিনিধি : হাদীয়ে দ্বীন ও মিল্লাত শাহ্ শূফী নাদিমুর রশিদ আল-ক্বাদেরী হুজুরের নেতৃত্বে ফ্রান্সের পন্য বয়কটের দাবিতে কুমিল্লায় মানব বন্ধ ও মিছিলের একাংশ।আয়োজনে(রাজাপুরা দরবার শরীফ)। অতঃপর তিনি বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সকল মুসলমানদের একি ছায়া তলে আসতে আহবান জানান,নিজেদের দাবি ও অধিকার আদায়ের জন্য।