ফিলিস্তিনে হামলা ও হত্যার প্রতিবাদে মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

Share the post
আলমগীর হোসেন,খাগড়াছড়ি প্রতিনিধি:ফিলিস্তিনের গাজায় নজিরবিহীন ইসরাইলী বর্বর হামলা ও ভারতে মুসলমানদের নির্বিচারে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বিকাল ৩টায় মানিকছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মানিকছড়ির সর্বস্তরের তাওহিদী জনতার অংশগ্রহণে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বাজার সড়ক প্রদক্ষিণ করে আমতল মোড়ে গিয়ে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের পাশে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থা’র উপদেষ্টা মাওলানা নুর মোহাম্মদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা সানাউল্লাহ নূরী মাহমুদ, আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থার সভাপতি হাফেজ ক্বারী মোহাম্মদ নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আমান উল্লাহ আমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো. জহিরুল ইসলাম খোকন, মসজিদের খতিব মাওলানা মো. নুরুল কবির, মুফতি দিদারুল আলম কাসেমী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা অলি উল্লাহ, কারী সিরাজুল ইসলাম, মাওলানা ইমাম হোসাইন, মুফতি মাঈন উদ্দীন জামিল, কলেজ ছাত্রদলের সভাপতিমমো. রাকিবুল ইসলাম প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ‘ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েলি হামলা এবং ভারতের বিভিন্ন স্থানে মুসলিম নিপীড়ন মানবতার বিরোধী অপরাধ। ফিলিস্তিনে ছোট ছোট শিশু ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এই নির্মমতা আমাদের বিবেককে নাড়া দেয়, কিন্তু বিশ্ব বিবেক যেন নির্বিকার। দখলদার রাষ্ট্র ইসরায়েল ক্রমাগত ফিলিস্তিনকে কোণঠাসা করছে। যদি এই নিপীড়ন চলতে থাকে, তবে কয়েক দশকের মধ্যেই ফিলিস্তিন বিশ্ব মানচিত্র থেকে মুছে যেতে পারে। আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি এবং ন্যায়সংগত অধিকার না পাওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে।
এ সময় বক্তারা মুসলিম বিশ্বকে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপের দাবি করেন। সমাবেশ শেষে ফিলিস্তিনসহ সারা বিশ্বের নির্যাতিত মুসলমানদের শান্তি কামনায় জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

মানিকছড়িতে বদরী কাফেলা যুব সংস্থা’র আত্মপ্রকাশ ও বস্ত্র বিতরণ

Share the post

Share the post খাগড়াছড়ি প্রতিনিধি:- খাগড়াছড়ির মানিকছড়িতে ‘বদরী কাফেলা যুব সংস্থা’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ও সংগঠনের উদ্যোগে অসহায়, দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১১টায় উপজেলার মহামুনির একটি রেস্টুরেন্টের সেমিনার কক্ষে সংগঠনের আত্মপ্রকাশ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম। […]

মানিকছড়িতে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল

Share the post

Share the postআলমগীর হোসেন (খাগড়াছড়ি) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বাদ আছর মানিকছড়ি বাজার কেন্দ্রীয় মসজিদ মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক হাফেজ মাওলানা নুর হোসেনের সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়েত ইসলামীর […]