ফাইনাল পরীক্ষার নির্দেশনা ছাড়াই চলছে পরবর্তী সেমিস্টারের অনলাইন ক্লাস।
কায়সার আহমেদ, চট্টগ্রাম প্রতিনিধিঃ চলমান সেমিস্টারের ফাইনাল পরীক্ষা নেওয়ার আগেই পরবর্তী সেমিস্টারে ক্লাস শুরু করে দেয়ার নজির স্থাপন করেছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। ইংরেজি সাহিত্য ডিপার্টমেন্ট এবং ফার্মাসি ডিপার্টমেন্ট ফাইনাল পরীক্ষা না নিয়ে আরেকটি সেমিস্টারে পা দিয়ে চলছে অনলাইন ক্লাস। এছাড়া কিছু শিক্ষার্থীর সাথে একান্ত সাক্ষাৎকারে জানা যায় ইইই, সি এস ই ডিপার্টমেন্ট ক্লাসে যাচ্ছে না, তারা আগে তাদের চলমান সেমিস্টারের ফাইনাল পরীক্ষা নিয়ে নির্দেশনা চায়। এরপর পরবর্তী সেমিস্টারে যেতে চাচ্ছি।