ফাইতংয়ে লামা উপজেলার চেয়ারম্যান কর্তৃক বঙ্গবন্ধুর গোল্ডকাপ টুর্নামেন্ট শুভ উদ্বোধন খেলা অনুষ্ঠিত
উচহ্লা মারমা, বান্দরবান প্রতিনিধি।
২০ জানুয়ারি ২০২১ ইং, ০৭নং ফাইতং ইউনিয়নের লামা উপজেলার চেয়ারম্যান মোস্তফা জামাল প্রদত্ত সম্প্রীতি ফাইতং কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধনী খেলা ফাইতং উচ্চ বিদ্যালয় মাঠের অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বোধনী খেলায় ব্রার্দাস ইউনিয়ন বনাম হেডম্যান পাড়া দুই শক্তিশালী দল অংশগ্রহণ করেন।
বঙ্গবন্ধু ফুটসাল ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলার পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামাল,অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন কোম্পানি, ফাইতং ইউনিয়ন আওয়ামী লীগে সভাপতি হেলাল উদ্দিন বিএ, ০৭নং ফাইতং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জুবাইরুল ইসলাম জুবাই, সাধারণ সম্পাদক ওমর ফারুক, যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদুর রহমান শুক্কুর, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন রিজু, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি জাহেদুল ইসলাম জাহেদ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ সহ ফাইতং ইউনিয়নে যুবলীগ,ছাত্রলীগে নেতা কর্মী সহ স্থানীয়ক এলাকার দর্শকবৃন্দ।
উক্ত উদ্বোধনী খেলা সভাপতিত্ব করেন ০৭নং ফাইতং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ফাইতং উচ্চ বিদ্যালয়ে পরিচালনার কমিটির সভাপতি শহিদুল্লাহ মিন্টূ।