ফরিদপুরে পরকীয়া সন্দেহে গৃহবধূকে হত্যা।

Share the post

মোঃ সজল মন্ডল,ফরিদপুর : ফরিদপুরে পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক বৃদ্ধ স্বামীর হাতে স্ত্রীকে হত্যার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার ভাটি লক্ষীপুর এলাকার একটি ভাড়া বাসায় এ নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়।

নিহতের নাম লিপি বেগম (৪৫)। তিনি ওই এলাকার মো. শফিকুল ইসলাম কালা (৬০)-এর স্ত্রী। ঘটনার পর অভিযুক্ত স্বামী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় লিপি বেগমকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম কালা ও লিপি বেগমের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তাদের ছেলে পনির ইসলাম (২৮) জানান, বাবা-মায়ের মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল।

গতরাতে তাদের মধ্যে ঝগড়া হয়। বাবা রাগ করে বাসা ছেড়ে চলে যান। সকালে ফিরে এসে বলেন, জামাকাপড় দাও আমি ঢাকা চলে যাব। এরপর রুমে ঢুকে মাকে ছুরি দিয়ে গলায় আঘাত করে নিজের কাপড় নিয়ে পালিয়ে যান।

ঘটনার সময় উপস্থিত ছিলেন নিহতের নাতনি স্মৃতি আক্তার (১২)। সে জানায়, দাদা রুমে ঢুকে দাদিকে শীতের কাপড় দিতে বলেন। এরপর জিজ্ঞাসা করেন, তুমি বাবলুর সঙ্গে কী করছো?এ নিয়ে ঝগড়া বাধে। এক পর্যায়ে দাদা দাদিকে কোরআন শরীফ ছুঁয়ে শপথ করতে বলেন। দাদি রাজি হতেই দাদা কোমর থেকে ছুরি বের করে গলায় বসিয়ে দেন। আমি চিৎকার করে উঠি।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল ও সদর হাসপাতালে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই জাহাঙ্গীর আলম বলেন, হাসপাতালে  আনার পর কর্তব্যরত চিকিৎসক লিপি বেগমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে এবং অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দুর্গাপুরে সেচ্ছাসেবক দলের মাদক বিরোধী মানববন্ধন ও সমাবেশ

Share the post

Share the postতোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: ‘‘মাদক বিক্রি করে যারা – সমাজ থেকে তাদের তারা’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা সেচ্ছাসেবক দল কুল্লাগড়া ইউনিয়নের আয়োজনে ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের দিক নির্দেশনায়, মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকেলে পৌরশহরের শিবগঞ্জ বাজার এলাকায় সর্বস্তরের অংশগ্রহনে মাদক […]

দুর্গাপুরে কমরেড মোহাম্মদ ফরহাদ স্মরণসভা অনুষ্ঠিত

Share the post

Share the postতোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক ও জননেতা কমরেড মোহাম্মদ ফরহাদ এর ৩৮তম বার্ষিকী উদযাপন উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুরে (সিপিবি) দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকেলে সর্বস্তরের অংশগ্রহনের এ কর্মসুচী পালিত হয়। এ উপলক্ষে […]