ফটিকছড়িতে অভাবগ্রস্থ মানুষের পাশে উপহার নিয়ে উপজেলা ছাত্রলীগের রায়হান রুপু
নেমান বিন খুরশীদ (চট্টগ্রাম): মহামারি করোনা ভাইরাসে গোটা দেশ যখন আতঙ্কিত, ঘরবন্ধি হয়ে পড়েছে মানুষ ঠিক এই সময়ে এসে অভাগ্রস্থ গৃহবন্দি মানুষ ও দলীয় নেতাকর্মীদের ঘরে ঘরে ত্রান সামগ্রী পৌঁছিয়ে দিচ্ছে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলার বক্তপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ রায়হান রুপু। তিনি বলেন “প্রসাশনের নির্দেশক্রমে এবং করোনা ভাইরাসের আতংকে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। যার ফলে সাধারণ মানুষ ও আমাদের দলীয় অনেক নেতাকর্মীদের জীবিকা আহরনণ করতে কষ্ট হয়ে পড়েছে। এমতাবস্থায় সাধারণ মানুষের পাশে সরকারের পাশাপাশি বিত্তবানদের ও তাদের পাশে এগিয়ে আসা উচিৎ বলে আমি মনে করি।” যার যার অবস্থান থেকে সবাই এগিয়ে আসলে কেউ খাদ্যের অভাবে থাকতে হবে না উল্লেখ করে তিনি আরো বলেন, “শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় কোন মানুষকে না খেয়ে থাকতে হবে না। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে সাধারণ মানুষের জন্য প্রতি কেজি চাউল ১০ টাকা দামে ব্যবস্থা করেছেন।” রায়হান রুপু আরো বলেন, “আমাদের সামর্থ্য অনুযায়ী করোনা প্রাদূর্ভাবের শুরু থেকেই অসহায় ও কর্মহীন মানুষগুলো ও দলীয় নেতাকর্মীদের পাশে ছিলাম। উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি হত-দরিদ্র ও দলীয় নেতাকর্মীদের মাঝে।”