প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগের আয়োজনে জমকালো BBQ Party ২০২৫

Share the post
প্রতিবেদক: মো. মুহাম্মদ রনিক্যাম্পাস প্রতিনিধি,ঢাকা: প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগ আয়োজন করলো এক ব্যতিক্রমধর্মী ও উৎসবমুখর অনুষ্ঠানের—BBQ Party ২০২৫। বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রুফটপে এ আয়োজন অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণ করেন শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর আনোয়ারুল কবির, রেজিস্ট্রার (চলতি দায়িত্বে) সাকির হোসেন, ভর্তি পরিচালক জাহিদ হাসান, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক আফরোজা হেলেন, পরীক্ষা নিয়ন্ত্রক জাহেদ রহমান, এবং স্কুল অফ ইকোনমিক্স ও স্কুল অফ বিজনেসের ডিন প্রফেসর আবুল কালাম। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানে এক বিশেষ গুরুত্ব ও সৌন্দর্য যোগ করে।
অনুষ্ঠানটি তত্ত্বাবধান ও সার্বিক পরিচালনায় ছিলেন অর্থনীতি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল ইসলাম। অর্থনীতি বিভাগের অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ, যেমন লুবাবা নাহার ও হোসেন উজ্জামান, শিক্ষার্থীদের উৎসাহ দিতে সরাসরি উপস্থিত ছিলেন।
আয়োজনে অর্থনীতি বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। তাদের পরিবেশনায় গান, নাচ, মিমিক্রি, মিউজিক চেয়ারসহ নানা রকম সাংস্কৃতিক আয়োজন ছিল চোখে পড়ার মতো। পুরো রুফটপজুড়ে ছিল এক প্রাণবন্ত উৎসবের আবহ—হাসি, আনন্দ, ও মিলনমেলার দৃশ্য যেন প্রাণ পেয়ে উঠেছিল।
অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্যে ড. মোহাম্মদ সামিউল ইসলাম বলেন,
“আজকের এই আনন্দ আয়োজন আমাদের বিভাগের শিক্ষার্থীদের একত্রিত করেছে, যা তাদের মধ্যে বন্ধন দৃঢ় করবে। আমি কৃতজ্ঞ সকল অতিথি, শিক্ষক এবং স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের প্রতি—যাদের পরিশ্রম ও সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।”
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মতো একটি শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে শুধুমাত্র একাডেমিক শিক্ষা নয়, বরং সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমেও শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করছে—এমন আয়োজন তারই একটি উজ্জ্বল উদাহরণ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ক্যাপস্টোন স্কুলে বিজ্ঞান মেলা: শিক্ষার্থীদের ২৪টি প্রজেক্টে মুগ্ধ অতিথিরা

Share the post

Share the postপ্রতিবেদক: মো. রনিক্যাম্পাস প্রতিনিধি, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ঢাকা: রাজধানীর গুলশান ১, রোড নং ১২৮–এর হাউস নং ২১–এ অবস্থিত ক্যাপস্টোন স্কুল ঢাকা-তে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিজ্ঞান মেলা। প্লে-গ্রুপ থেকে ‘ও লেভেল’—সব স্তরের শিক্ষার্থীরা মেলায় উপস্থাপন করে মোট ২৪টি বৈজ্ঞানিক প্রজেক্ট। অতিথিদের উপস্থিতি ও বক্তব্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সারওয়াত রেজা, কান্ট্রি […]

“জুলাই-আগস্ট ২০২৪ এর শহীদদের স্মরণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিশেষ দোয়া ও স্মরণসভা”

Share the post

Share the post মোহাম্মদ রনি, ক্যাম্পাস প্রতিনিধি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি:জুলাই-আগস্ট ২০২৪ এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আয়োজিত দোয়া মাহফিল ও স্মরণসভা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এ আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, পরিচালক, অনুষদপ্রধানগণ, শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সমন্বয়কবৃন্দ। সকলেই নীরবতা […]