প্রেমের টানে ২৪ বছর পর ডেনিশ নারী বরগুনায়। 

Share the post
মোঃনাজমুল হাসান (অপু), বরগুনা জেলা প্রতিনিধি: সিনেমার গল্পকেও হার মানিয়ে প্রেমের টানে দীর্ঘ ২৪ বছর পরে বাংলাদেশে পাড়ি জমিয়েছেন ড্যানিশ নারী। এদিকে মনের মানুষের সাথে যোগাযোগ না থাকলেও তার অপেক্ষায় গত ২৪ বছর একাকীত্ব ভোগ করেছেন দৈনিক আমাদের সময় পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি মাহাবুবুল আলম মান্নু (৫০)। বৃহস্পতিবার (১০ এপ্রিল ২৫) সন্ধ্যা ৭ টা থেকে নতুন করে তাদের দাম্পত্য জীবন শুরু হয়েছে। প্রেমের টানে বাংলাদেশে ছুটে আসা তরুনীর নাম রুমানা মারিয়া (৪২)। তিনি ডেনমার্কের বাসিন্দা এবং সেখানকার সরকারি চাকরিজীবী।
জানা যায়, ১৯৯৪ সালে ডেনমার্কে যায় মাহাবুবুল আলম মান্নু। সেখানকার একটি রেস্টুরেন্টে দেখা হয় রুমানা মারিয়া নামক এক ড্যানিশ তরুনীর সাথে। সেখানে কথোপকথনের একপর্যায়ে ২ জনের ভালো লাগা। আর ভালোলাগা থেকে শুরু হয় ভালোবাসা। এক পর্যায়ে ১৮ বছর পূর্ণ হওয়ার পরে রুমানা মারিয়াকে বিয়ে করে বাংলাদেশে নিয়ে আসেন মান্নু। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বাঙালি মেয়েদের মতই সংসারিক কাজে মেতে ওঠেন তিনি। লেখাপড়ার উদ্দেশ্যে ফের তাকে ডেনমার্কে পাঠানো হয়। তবে সেখানে যাওয়ার ৩-৪ বছর পর নিজেদের অনিচ্ছা থাকলেও তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
রুমানা মারিয়া ডেনমার্ক থাকাকালীন সময়ে প্রবাসীদের কাছে অনেক সন্ধান করেছেন মাহবুবুল আলম মান্নুর। ২৩ সালে এক বাঙালির কাছে জিজ্ঞেস করেন, তুমি মান্নু কে চেনো কিনা? রুমানা মারিয়া ঠিকানা ও পরিচয় সঠিক ভাবে দিতে না পারায় ব্যর্থতা প্রকাশ করে ওই বাঙালি বলেন, বাঙালিরা সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) ব্যবহার করে। তুমি একটি ফেসবুক একাউন্ট খুলে সেখানে খোঁজার চেষ্টা করো, হয় তো পেয়ে যাবে।
২৪ সাল পর্যন্ত ফেসবুকে খুঁজে অবশেষে সন্ধান পায় ভালোবাসার প্রিয় বাঙালি মানুষটির। খোঁজখবর নিয়ে জানতে পারে রোমানা মারিয়ার ভালোবাসায় সিদ্ধ হয়ে আজ পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হননি মান্নু। অবশেষে প্রেমের টানে ছুটে আসেন বাংলাদেশে। ১০ দিনের ছুটিতে সুদূর ডেনমার্ক থেকে বরগুনায় পাড়ি জমিয়েছেন তিনি।
সাংবাদিক মাহাবুবুল আলম মানুষ বলেন, আমি তাকে এতোটাই ভালোবেসে ফেলেছি যে, তাকে কখনো পাবোনা জেনেও বিয়ে করিনি। তবে নিয়তি আমার কাছে তাকে ফিরিয়ে দিয়েছেন।
রুমানা মারিয়া বলেন, I want to take Mannu to Denmark. And if he doesn’t want to go, I will retire and come to Bangladesh. If necessary, I will stay with him in the village house. Like the village girls. (বাংলা অর্থ) আমি মান্নুকে ডেনমার্কে নিয়ে যেতে চাই। আর যদি সে যেতে না চায়, তাহলে আমি অবসর নিয়ে বাংলাদেশে চলে আসব। প্রয়োজনে, আমি তার সাথে গ্রামের বাড়িতে থাকব। গ্রামের মেয়েদের মতো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দশম শ্রেণীর ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও।

Share the post

Share the post‎মো: সাদেকুর রহমান, বরগুনা :বরগুনার আমতলীতে দুই সন্তানের জনক নিয়াজ মোর্শেদ নাদিম (৪০) নামক এক স্কুল শিক্ষক দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে উধাও হওয়ার ঘটনায় তার ৮ বছরের ছেলে আরহাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন পোস্ট দেয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ‎‎ফেসবুক পোস্টে আট বছরের শিশু আরহাম তার বাবাকে উদ্দেশ্য করে লিখেছে— বাবা, তুমি […]

বরগুনায় ডেঙ্গু সংক্রমণে নতুন করে ভর্তি ৩৯, আক্রান্ত ছাড়ালো ৭৫৫২ জনে

Share the post

Share the postমো: সাদেকুর রহমান   , বরগুনা সদর: ডেঙ্গু যেন বরগুনাবাসীকে ছাড়ছেই না। প্রতিদিনই নতুন নতুন রোগী আক্রান্ত হচ্ছেন। যদিও আক্রান্তের হার কিছুটা কমেছে, তবুও প্রতিদিনই রোগী শনাক্ত হচ্ছে। সিভিল সার্জন অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৩৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে তারা সবাই বরগুনার সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সরকারি হিসাব […]