

মোঃ সামিউল আলম, দিনাজপুর: দিনাজপুরের হাকিমপুরে প্রধান বিচারপতির আগমন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা স্মারক প্রদান করেন জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে সৈয়দ জাফর আহমেদ ও তাবসেরুন্নেসা মেমোরিয়াল স্কলারশীপ ফান্ড এর অর্থায়নে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাননীয় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এসময় প্রধান বিচারপতি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দেন। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান বিচারপতির সফর সঙ্গী ও দিনাজপুর জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, বাংলাদেশের উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে আইন-শৃঙ্খলার পরিবেশ ভালো থাকা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলে সাধারণ জনগণের মনে শান্তি বিরাজ করে। দিনাজপুর জেলার সুসন্তান হিসাবে এ জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে তিনি প্রধান বিচারপতির সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করেন।