পেকুয়ায় লবণমাঠ দখলে নিতে গুলিবিদ্ধ ১৬

Share the post
ফয়সাল আলম সাগর, বিশেষ প্রতিনিধি:কক্সবাজারের পেকুয়ায় ১১ একর লবণমাঠ দখলে নিতে প্রতিপক্ষের ছোঁড়া গুলিতে কলেজ ও মাদরাসার দু’শিক্ষার্থীসহ ১৬জন আহত হয়েছেন। এদের মধ্যে ৮জন নারী রয়েছেন। সোমবার (২৪ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের পুর্ব উজানটিয়া রুপালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন, রুপালী বাজার এলাকার নুরুন্নবীর মেয়ে ও পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের ছাত্রী আফরোজা (১৮) তাঁর মা মিনা আক্তার (৪৫), নুরুচ্ছফার মেয়ে ও উজানটিয়া এএস সিনিয়র মাদরাসার আলীম দ্বিতীয় বর্ষের ছাত্রী কাসফা (১৮), ছেলে কফিল উদ্দিন (২২), জয়নাল আবেদীনের স্ত্রী জেয়াসমিন আক্তার (৩০), মৃত আবুল কাসেমের ছেলে আমজাদ (২২), হাসান আলীর ছেলে বেলাল উদ্দিন (৩২), তাঁর ভাই ছরওয়ার (৩০), বারেকের স্ত্রী রীনা আক্তার (৩০), পেঠানের স্ত্রী কুলসুমা (৩৫), মৃত গুরামিয়ার পুত্র আহমদ হোসেন (৭৭), আহমদ নবীর স্ত্রী বুলু আক্তার (৩০), আহমদ ছবির স্ত্রী হামিদা বেগম (৪০), হাকিম আলীর পুত্র তৌহিদ (৩৫), মৃত আলী হোসেনের পুত্র আবুল কালাম (৮০) ও মৃত হাবিবুর রহমানের পুত্র হাসান আলী (৬০)। এদিকে ঘটনার পর পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে আশঙ্কাজনক আমজাদ, হামিদা বেগম, হাসান আলী ও কফিল উদ্দিনকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয়সুত্রে জানাগেছে, ১১ একর লবণমাঠ নিয়ে রুপালী বাজার এলাকার কালা মিয়া, খুইল্যা মিয়া ও আলী হোসেন গংদের সঙ্গে একই ইউপির মালেক পাড়ার জাফর আলম, আবু তাহের, মনির আহমদ ও আরিফ আহমদ গংদের বিরোধ চলছে। সম্প্রতি দুপক্ষের বিরোধ চরম আকার ধারণ করে। জমি কালা মিয়া গংদের ভোগ দখলে রয়েছে। রাজনৈতিক পটপরিবর্তের পর একটি পক্ষ ওই জমি জবর দখলের পায়তারা শুরু করে। ঘটনার দিন সকালে একদল অস্ত্রধারী লোক এলোপাতাড়ি গুলি ছোঁড়ে রুপালী বাজার পাড়ায় হাবিব উল্লাহ বাপের বাড়িতে ঢুকে পড়ে। এসময় অস্ত্রধারীর ছোঁড়াগুলিতে অন্তত ১৬ জন গুলিবিদ্ধ হয়েছেন। এমনকি সন্ত্রাসীরা এনজিও কর্মী আবিদের বাড়ি আগুন দিয়ে জালিয়ে দেয়। পরে খবর পেয়ে এলাকার লোকজন জড়ো হতে থাকলে অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি ছুটতে ছুটতে পালিয়ে যায়। তাঁরা অন্তত ১৫ রাউন্ড গুলি ছুঁড়ে।
আহতদের স্বজন আহমদ ছবি ও রোহেনা আক্তার বলেন, সকালে মালেক পাড়ার সাইফুল, সুমন, আবু সুফিয়ান,জাবেদ, জায়েদ, সায়েদ, আরাফাত, লিমন, ফরহাদ, লুৎফর, নেওয়াজ, ওয়াহিদসহ ২০-৩০ জনের অস্ত্রধারী দুদিক থেকে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। গুলি ছুটতে ছুটতে তাঁরা আমাদের বাড়িতে চলে আসে। এসময় লক্ষ্য করে আমাদের উপর গুলি করে। গুলির আঘাতে আমরা ১৬ জন আহত হই। সন্ত্রাসীরা যখন গুলি ছুটতে ছুটতে বাড়ির দিকে আসছিল তখন বিদ্যুৎ চলে যায়। চারটি সিসি টিভির ক্যামেরা ভেঙে ফেলে। একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। যতক্ষণ তান্ডত চালায় ততক্ষণ বিদ্যুৎ ছিল না। তবে সন্ত্রাসীরা যাওয়ার পরপর বিদ্যুৎ আসে। আমরা প্রশাসনের সহযোগিতা চাইলেও কোন রকম সহযোগিতা পায়নি।
এদিকে সকালে অস্ত্রধারীদের প্রকাশ্যে তান্ডব ও বন্দুক হাতে নিয়ে গুলি ছোঁড়ার এ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, মুখে মাস্ক পরিহিত কয়েকজন অস্ত্রধারীরা প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছুঁড়ছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

টেকনাফে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১৬ জেলে আটক..!

Share the post

Share the postফয়সাল আলম সাগর, বিশেষ প্রতিনিধি”কক্সবাজারের টেকনাফে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ৩ হাজার ৭৫০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ১৬ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। পরে নৌকার মালিককে ৬ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়। ২৩ জুলাই বুধবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানিয়েছেন। সিয়াম-উল-হক জানান, গত রোববার […]

টেকনাফের ডাকাতদলের সঙ্গে পুলিশ-কোস্টগার্ডের গোলাগুলি..

Share the post

Share the postফয়সাল আলম সাগর, বিশেষ প্রতিনিধি’: কক্সবাজারের টেকনাফে সশস্ত্র ডাকাতদলের সঙ্গে কোস্টগার্ড ও পুলিশের সঙ্গে গোলাগুলি হয়েছে। উপজেলার জাদিমুরা পাহাড়ে এ ঘটনা ঘটে। এই ঘটনায় অপহৃত এক ব্যক্তিকে উদ্ধারের পাশাপাশি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। শনিবার মধ্যরাতে চালানো এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার হারুনুর রশিদ। তিনি জানান, […]