পুলিশ যে জনগণের সেবায় এগিয়ে আসে, সেটা আবারো প্রমাণ করলেন এস আই আহসান সোহেল সৌরভ
মোঃ মাইনুল হক, রংপুর: কুড়িগ্রাম সদর থানার এসআই আহসান সোহেল সৌরভ, সেবাই পুলিশের ধর্ম,, গতকাল রাত দুইটার সময় পুলিশের অভিযান পরিচালনা শেষে ফেরার পথে রাত্রিকালীন মোবাইল কোর্ট ওয়ান ডিউটি কালে কুড়িগ্রাম সদর থানার এসআই আহসান সোহেল সৌরভ,একজন অসুস্থ মহিলাকে দুইজন ব্যক্তি সহ রাস্তার পাশে বসে থাকতে দেখে জিজ্ঞাসাবাদে জানাতে পারে মহিলাটি একজন গর্ভবতী,গভীর রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় মেডিকেল আসার জন্য বাড়ি থেকে বের হয়।গভীর রাতে কোনরকম যানবাহন না পাওয়ায় নিরুপায় হয়ে হেঁটে আসতে থাকে। শারীরিকভাবে অসুস্থ হওয়ায় ক্লান্ত হয়ে পথিমধ্যে বসে পরে।
এসআই আহসান সোহেল সৌরভ,গর্ভবতী অসুস্থ মহিলা ও তার নিকটাত্মীয়দের মোবাইল গাড়িতে উঠিয়ে দ্রুত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করিয়ে দেন। মহিলাটি ও তার নিকট আত্মীয় পুলিশের এমন মানবিক আচরণের পুলিশের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করে,পুলিশের এমন শত শত মানবিক কাজের পরেও পুলিশ অমানবিক