পুলা’র সাধারণ সভা ও ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন
নোমান বিন খুরশীদ (চট্টগ্রাম)ঃ চট্টগ্রাম নগরীর অন্যতম বেসরকারি উচ্চ বিদ্যাপীঠ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় এর আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ল’ অ্যালামনাই এসোসিয়েশন (পুলা)’র সাধারণ সভা ও ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৭ই মার্চ শনিবার বিকাল ৪টায় আন্দরকিল্লা হাজারী লেইনস্থ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় আইন বিভাগ ক্যাম্পাসে এই আয়োজন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এ্যাডভোকেট গাজী মুহাম্মদ সাদেকুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট একরাম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সভায় বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকলের গুরুত্বপূর্ণ পরামর্শ রাখেন। পরে পুলা’র ওয়েবসাইটের উদ্বোধন করা হয়।