পারবেজ হত্যার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Share the post
মোঃ হৃদয়, জবি প্রতিনিধি : প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে এবং খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “ছাত্রদলের নেতা হত্যার পরও কোনো মিডিয়া কাভারেজ নেই, মিডিয়া চুপ। আমরা কি আবারো কোনো ফ্যাসিস্ট শাসনের অধীনে বসবাস করছি?”
শাখা আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা অতীতেও নির্যাতন ও হত্যার শিকার হয়েছেন, এখনও হচ্ছেন। আমাদের অপরাধ কী? আমরা তো একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। একজন ছাত্রনেতা ও শিক্ষার্থীকে হারিয়ে আমরা শোকাহত। এ নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “দেশে যেন আর কোনো শিক্ষার্থী এমন নির্মমতার শিকার না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল ভূমিকা কামনা করি। ছাত্রদল আর কোনো মেধাবী ও প্রতিশ্রুতিশীল ছাত্রনেতাকে হারাতে চায় না।”
কর্মসূচি শেষে নেতারা দ্রুত বিচার ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানান এবং ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু নির্বাচন ও দুর্নীতির প্রতিবেদন প্রকাশে আল্টিমেটাম

Share the post

Share the postমোঃ হৃদয়, জবি প্রতিনিধি:জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ, নীতিমালা ও গত ১৫ বছরের নিয়োগ প্রক্রিয়ার তদন্ত প্রতিবেদন প্রকাশসহ একাধিক দাবিতে তিন কার্যদিবসের আল্টিমেটাম দিয়েছে ‘জবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ও ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’। একইসঙ্গে ৯০ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সার্বিক দুর্নীতি ও অনিয়ম নিয়ে শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানিয়েছে সংগঠন দুটি। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের […]

ডা. মোশাররফের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও সম্পদ দখলের প্রতিবাদে জবি ছাত্রদের দাবি

Share the post

Share the postমোঃ হৃদয়, জবি প্রতিনিধি:  সম্প্রতি ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের এক চিকিৎসক ডা. মোশাররফ হোসেনের বিরুদ্ধে জোরপূর্বক অন্যের সম্পত্তি দখলের অভিযোগ উঠে এসেছে। একইসঙ্গে অভিযোগ রয়েছে, তিনি নিজের অপকর্ম ঢাকতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদাবাজির মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনেছেন। বুধবার (১৬ এপ্রিল) এ ঘটনার পরিপ্রেক্ষিতে […]