

পাবিপ্রবি প্রতিনিধি : নাটক মানেই প্রতিবাদ, নাটক মানেই সমাজের অসংগতি তুলে ধরা, আর এই দায়বদ্ধতা থেকেই দীর্ঘদিন ধরে পথচলা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নাট্যসংগঠন ‘অবিরুদ্ধ নাট্যদল’-এর। সেই পথচলায় এবার যুক্ত হলো নতুন নেতৃত্ব।
শুক্রবার (৩০ মে) সংগঠনের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মণ্ডলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২৪ সালের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদ স্বস্তি। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অন্নেষা অর্পা।
২৫ সদস্যবিশিষ্ট এ কমিটিতে অন্যান্য যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন- সহ-সভাপতি অত্রি সাহা,জান্নাতুল ফেরদৌস জিনিয়া, হাফিজুর রহমান,রবিউল ইসলাম রবি, নাইমুল নাইম,যুগ্ম সাধারণ সম্পাদক রাইসা আমিন,নওশিন নিশাত, অর্থ সম্পাদক- আরিফ আহম্মেদ,সহ অর্থ সম্পাদক মনির খান,সাংগঠনিক সম্পাদক ইউসুফ,সহ সাংগঠনিক সম্পাদক ইমরোজ খান, আনুষ্কা মজুমদার,প্রচার সম্পাদক – সাজ্জাদুর রহমান,উপ-প্রচার সম্পাদক কনা রায়, দপ্তর সম্পাদক অক্ষয় শ্যাম,উপ-দপ্তর সম্পাদক দীপ্ত দেওয়ানজি,জনসংযোগ সম্পাদক পায়েল বিশ্বাস, উপ জনসংযোগ সম্পাদক অনন্যা অনু,মঞ্চ ব্যবস্থাপনা সম্পাদক আবিদ আজাদ,উপ-মঞ্চ ব্যবস্থাপনা সম্পাদক ইসরাত জাহান মুন্নী,কর্মশালা বিষয়ক সম্পাদক অহনা রহমান, সহ-কর্মশালা বিষয়ক সম্পাদক তিশা রায় এবং কার্যকারী সদস্য মারিয়া ইসলাম তাজিন