পাচারকারী চক্রের হাত থেকে এক শিশুকে উদ্ধার।

Share the post

রাজু আহমেদ (নীলফামারী জেলা প্রতিনিধি): সৈয়দপুর পৌরসভার কাজীপাড়া নামক স্হান থেকে অচেনা এক লোক ভ্যানে করে এক শিশুকে নিয়ে পালাচ্ছিলো। শিশুটি কান্নাকাটি করে বার বার বলছিলো কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? অচেনা লোকটি হুমকি দিয়ে বলে “বেটা চুপ করে বসে থাক, তখন ছেলেটি চিৎকার দিয়ে বলে, তুই চোর, তুই ছিনতাইকারী। এদিকে ছেলেটি কাঁদছে, আর ভ্যান চলছে তার নিজস্ব গতিতে। এভাবে সৈয়দপুর সাহেবপাড়া থেকে কাজীহাট পানি ট্যাংকি পর্যন্ত গিয়েছে ভ্যানটি। পরে শিশুটি বাধ্য হয়ে চলন্ত ভ্যান থেকে লাফ দিয়ে মাটিতে পড়ে। এবং বলে আমাকে বাঁচাও বাঁচাও। সেখানে বসে ছিলেন সৈয়দপুর ইউনাইটেড ভলান্টিয়ার্স এসোসিয়েশন (সুভার)’র মোমিনুর রহমান মোমিন ও নাহিদ হাসান। তারা সঙ্গে সঙ্গে শিশুটিকে নিজ আয়ত্তে নেন এবং একজন ওই ভ্যানওয়ালাকে ধাওয়া করে। কিন্তু চার্জার ভ্যান থাকায় ভ্যানওয়ালা পালিয়ে যায়। মোমিন জানায়, পাশে বাসা আমার। বসে ছিলাম বাসার সামনেই। শিশুটির আর্তনাদ শুনে দৌড়ে যায় তার কাছে। আমার সাথে থাকা আরেক সহকর্মী ওদিকে ভ্যানওয়ালার পিছু ধাওয়া করে। শিশুটিকে উদ্ধার করলাম। তার নাম চান (১০), বাবার নাম মাসুম, পেশায় একজন রিক্সাচালক। শিশুটি কান্নার সাথে শুধু সাহেবপাড়া বাঁশঝাড়ের ওখানে বাসা বলেছিলো। পরে আমরা রিক্সা করে তার বাসা খোজ করে সাহেবপাড়া মসজিদের ওখানে গেলাম। সেখানে সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন গুড্ডু ভাইসহ এলাকাবাসীর উপস্থিতি শিশু চানকে তার পরিবারের কাছে তুলে দেওয়া হয়।পরিবারের লোকজন জানায়, কে ছিলো কারা ছিলো আমরা বিন্দুমাত্র অবগত নয়। তবে সন্তান ফিরে এসেছে এটাই প্রশান্তি।ঘটনাটি ঘটে গত রবিবার।কাজীপাড়া পানির ট্যাংকি নামক স্হানে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ভারতে মহানবী (সা.) কে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ

Share the post

Share the postদিনাজপুর প্রতিনিধিঃ ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রায় কর্তৃক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শান নিয়ে কটুক্তি ও অবমাননা করায় দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ করেছেন দিনাজপুরের সর্বস্থরের ধর্ম প্রাণ সাধারন জনগণ। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে […]

ঠাকুরগাঁও ডিসি অফিসের কর্মচারী চাকুরীর কয়েক বছরে অঢেল সম্পদের মালিক তরিকুল

Share the post

Share the postজুনাইদ কবির,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি হুকুম দখল ও গোপনীয় শাখা’র কর্মচারী তরিকুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (আদিবাসী) রনজিৎ তিগ্যা সহ স্থানীয়রা তাঁর দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারে অতিষ্ঠ হয়ে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। জানা গেছে, ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের (ডিসি) […]