পশ্চিম গুজরায় পাঁচ শত বছরের প্রাচীন শ্রীশ্রী ক্ষেত্রপাল বিগ্রহ পূজা অনুষ্ঠিত 

Share the post
মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):রাউজানের পশ্চিম গুজরায় সার্বজনীন শ্রীশ্রী ক্ষেত্রপাল বিগ্রহ মন্দির পরিচালনা পরিষদের আয়োজনে দক্ষিণ রাউজানে আয়োজিত হলো পাঁচশত বছরের প্রাচীনতম শ্রীশ্রী ক্ষেত্রপাল বিগ্রহ পূজা।
অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজন করা হয় মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, শঙ্খধ্বনি, উলুধ্বনি, সন্ধ্যারতী, গীতাপাঠ, চণ্ডীপাঠ, ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, আলোচনা সভা, বলিদান অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণ।
তন্ত্রদারী করেন দুলাল ভট্রাচার্য্য, পৌরোহিত্য করেন সাধন পারিয়াল।
পরিচালনা কমিটির  সিনিয়র সভাপতি মৃদুল পারিয়াল। সভাপতিত্ব করেন প্রকৌশলী জয়দীপ রায় চৌধুরী। সাধারণ সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন অসীম পারিয়াল, অর্থ সম্পাদকের দায়িত্বে ছিলেন লাভলু পারিয়াল, রনজিত দাশ,চন্দন বিশ্বাস, কাঞ্চন বিশ্বাস, উজ্জ্বল ধর,চঞ্চল পারিয়াল, রানা দে,দোলন পারিয়াল, অজিত সিংহ, রাজীব দে,অমিত পারিয়াল, তন্ময় পারিয়াল, শিমুল দাশ সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা মন্দিরের  বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এবং সনাতন ধর্মাবলম্বী সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে এসে এসব কর্মকাণ্ডে সহায়তা করার প্রত্যাশা কামনা করেন।
প্রস্তাবিত মন্দিরের ভিত্তি স্হাপন শুভ উদ্বোধন করেন ও
শ্রীশ্রী ক্ষেত্রপাল বিগ্রহ মন্দির নির্মাণ কাজে আর্থিক অনুদানে এগিয়ে আশার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
উক্ত মহতী অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে হাজার হাজার পূণ্যার্থী নারী-পুরুষ উপস্থিত হয়ে শ্রীশ্রী ক্ষেত্রপাল ঠাকুরের আশীর্বাদ গ্রহণ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দক্ষিণ রাউজান কেন্দ্রীয় মা মগধেশ্বরী ও গঙ্গা মন্দিরে বারুণী স্নান উপলক্ষে মহানাম যজ্ঞ অনুষ্ঠিত

Share the post

Share the postমিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান পশ্চিম গশ্চি এলাকার ঐতিহ্যবাহী দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগধেশ্বরী ও গঙ্গা মন্দিরে বারুণী স্নান উপলক্ষে মহাপ্রসাদ বিতরণ,  চতুষ্প্রহরব্যাপী মহানাম যজ্ঞ ও সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। মন্দিরের উৎসব পরিচালনা পরিষদের উদ্যোগে ২৬ ও ২৭ মার্চ দুই দিনব্যাপী ধর্মীয় আয়োজনের মধ্যে ছিল -মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে গঙ্গাপূজা, […]

বোয়ালখালীতে কমিউনিস্ট পার্টির সম্মেলন অনুষ্টিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বোয়ালখালী উপজেলা কমিটির সম্মেলনে সমাজতন্ত্রের লক্ষে বিপ্লাবী গণতান্ত্রিক পরিবর্তন সাধন করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানানো হয়েছে । শনিবার (২২ জানুয়ারী) বিকালে উপজেলা সদরস্থ পার্টি কার্যালয়ে অনুষ্টিত সম্মেলনে এ আহবান জানানো হয় । কমরেড নজরুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা কমিটির সহ সম্পাদক […]