পবিপ্রবির কৃষি অনুষদের নতুন ডিনের দায়িত্ব গ্রহণ

Share the post

মোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি:পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খ্যাতিমান শিক্ষাবিদ প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন। সোমবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এ উপলক্ষে কৃষি অনুষদ মিলনায়তনে এক সংক্ষিপ্ত ও গঠনমূলক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবনিযুক্ত ডিন নিজেই, যেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সঞ্চালনার দায়িত্বে ছিলেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কবিরুল ইসলাম।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় একটি বুদ্ধিবৃত্তিক নন্দনকানন। অনুষদগুলো তার প্রাণ, আর ডিন হলেন সেই প্রাণের চালিকাশক্তি। প্রফেসর দেলোয়ার হোসেন একজন দক্ষ, সৎ ও দূরদর্শী একাডেমিক নেতৃত্ব। আমি বিশ্বাস করি, তাঁর অভিজ্ঞতা, নিষ্ঠা ও একাডেমিক প্রজ্ঞার মাধ্যমে কৃষি অনুষদ আরও সমৃদ্ধ হবে এবং গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

তিনি আরও বলেন, “পবিপ্রবিকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পথে আমরা দৃঢ়ভাবে এগিয়ে চলেছি। এই যাত্রায় সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। কৃষি অনুষদের ভূমিকা এই উন্নয়নে অনস্বীকার্য।”

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণে কৃষি অনুষদ অতুলনীয় ভূমিকা রেখে চলেছে। আমি নিশ্চিত, নতুন ডিন সেই দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করবেন।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ, সদ্য বিদায়ী ডিন প্রফেসর ড. পূণেনর্দু বিশ্বাস, প্রফেসর এম. জহুরুল হক, প্রফেসর ড. মোঃ আলমগীর কবির, প্রফেসর ড. মোঃ আবু ইউসুফ এবং প্রফেসর ড. মোঃ কামরুল হাসান প্রমুখ। বক্তারা নবনিযুক্ত ডিনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন এবং তাঁকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

নবনিযুক্ত ডিন প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন বলেন, “এই দায়িত্ব আমার কাছে শুধুমাত্র একটি প্রশাসনিক পদ নয়—এটি একটি পবিত্র দায়িত্ব ও আমানত। আমি শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষার মানোন্নয়ন এবং গবেষণার প্রসারে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

অনুষ্ঠানে সদ্য প্রয়াত রিজেন্ট বোর্ড সদস্য ও ভাষা ও যোগাযোগ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আবেগঘন এই মুহূর্তটি অনুষ্ঠানে উপস্থিত সবার হৃদয় স্পর্শ করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

চরফ্যাশনে দুই ভাইকে পুড়িয়ে হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড, পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি:  ভোলার চরফ্যাশনে সংখ্যালঘু সম্প্রদায়ের দুই সহোদরকে গলা কেটে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার মতো ভয়াবহ ও নৃশংস ঘটনায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এই রায়ের মাধ্যমে দীর্ঘ তিন বছরের অপেক্ষার অবসান ঘটলো নিহতদের পরিবারের। বুধবার দুপুরে চরফ্যাশনের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত হোসাইন এই চাঞ্চল্যকর […]

জোয়ারের পানিতে ভাসছে ভোলা: ২০ গ্রাম প্লাবিত, হাজারো মানুষ পানিবন্দি

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং অমাবস্যার সম্মিলিত প্রভাবে ভোলার মেঘনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার উপকূলীয় অঞ্চলের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে, বিশেষ করে বাঁধের বাইরের অন্তত ২০টি গ্রাম এখন পানির নিচে। আকস্মিক এই বন্যায় হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন। জোয়ারের পানিতে রাস্তাঘাট, […]