পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন ও নতুন ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

Share the post

ইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ভাঙন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও নতুন ইজারা আহ্বান বাতিলের দাবিতে মানববন্ধন করেছে তিন ইউনিয়নের জনসাধারণ।
বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আলাতুলী, দেবিনগর ও শাহজাহানপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বারবার নদী ভাঙনের শিকার হয়ে আমরা তিনটি ইউনিয়নের বাসিন্দারা নদী পাড়ে বসবাস করছি।

পানি উন্নয়ন বোর্ড ২০১৪ থেকে ২০১৬ সালে প্রায় সাড়ে ছয়শত কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ করেছেন। বালু উত্তোলনের ফলে বাঁধের ক্ষতি হচ্ছে এবং ভবিষ্যতে আমাদের এলাকা ভাঙ্গনের মুখে পড়তে পারে। তীর রক্ষা বাঁধ ভেঙ্গে আলাতুলি, দেবিনগর ও শাহাজাহান ইউনিয়নের পদ্মা নদীর বাঁধ ও তীরবর্তী মানুষ হুমকির মধ্যে পড়েছে।

তারা আরও বলেন, ইতোমধ্যে নদীর বাঁধ ভেঙ্গে বেশ কিছু বসতবাড়ী, স্কুল, মাদ্রাসাসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও আবাদী জমি নদী গর্ভে বিলিন হয়ে গেছে। তিনটি ইউনিয়নবাসী অবৈধ বালু উত্তোলনের কারণে নিজেদের অস্তিত্ব বিলিনের মুখে। এনিয়ে বারবার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডকে জানালেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। উল্টো নতুনভাবে আবারো বালুমহল ইজারা দেয়া হচ্ছে।

মানববন্ধন শেষে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও নতুন ইজারা আহ্বান বাতিলের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা মতিউর রহমান কায়সার, আব্দুল আলিম, মো. কাওসার, আব্দুল জলিল, মাসুদ রানাসহ অন্যান্যরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

৯৯ ককটেল ও ৪০ পেট্রোল বোমা উদ্ধার

Share the post

Share the postইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ চাকপাড়া সীমান্তে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় মহানন্দা ব্যাটালিয়ন সদরে দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্যে জানান, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম […]

বাবা-মেয়েকে অপহরণ করে নির্যাতনের দায়ে চাচা-ভাতিজার বিরুদ্ধে মামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় পরিবার

Share the post

Share the postচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ইয়াসিন আরাফাত: চাঁপাইনবাবগঞ্জের চৌডালায় বাবা ও ৬ বছরের মেয়েকে অপহরণ করে নির্যাতনের দায়ে অপহরণকৃত যুবকের আপন ভাই ও চাচার বিরুদ্ধে মামলা করার জেরে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। প্রাণনাশের হুমকির প্রতিবাদে ও সুষ্ঠ বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বাবা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বাতেন খাঁর মোড়ের একটি […]