পটিয়ায় ইটভাটায় পাচারকালে ট্রাকসহ কাঠ জব্দ
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : পটিয়ায় ইটভাটায় পাচারের সময় এক লক্ষ টাকা দামের কাঠসহ একটি ট্রাক জব্দ করেছে বন বিভাগ।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে পটিয়া উপজেলার কেলিশহর এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান পটিয়া রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম।
তিনি জানান, ইটভাটায় জ্বালানী কাঠ পোড়ানোর উপর সরকারী বিধি-নিষেধ রয়েছে। এরপরও অতি মুনাফার আশায় অবৈধ কাঠ ব্যবসায়ীরা ইটভাটায় কাঠ পাচারের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। খবর পেয়ে অভিযান চালিয়ে মিনি ট্রাকসহ লক্ষ টাকা মূল্যের কাঠ জব্দ করা হয়েছে। এ ঘটনায় বন আইনে মামলা রুজু করা হয়েছে।