

নিজস্ব প্রতিবেদক,চট্রগ্রাম : পটিয়া থানার অন্তর্গত নাইখান জেলেপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত হওয়া ২২ পরিবারের মাঝে বাংলাদেশ মানবাধিকার ফোরামের উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে স্থানীয় নাইখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে এই ২২ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব আকতার উদ্দিন রানা। ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্রী পলাশ ধরের নিজস্ব অর্থ প্রদান অনুষ্ঠান মানবাধিকার কর্মী সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চালনায় অর্থ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন সন্তোষ কুমার নন্দী,মানবাধিকার ফোরাম পটিয়া উপজেলা সভাপতি সেলিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক বিলকিস সুলতানা, সাংবাদিক মহিউদ্দিন চৌধুরী, সংগঠক শুভ মুজকুরি,কায়সারুল আলম ফাহিম, সাংবাদিক মোর্শেদ ও আনিসুল ইসলাম তানভীর প্রমুখ।