নোয়াখালীতে অভিনব কৌশলে পাকস্থলির ভিতরে ইয়াবা এনেও শেষ রক্ষা হলো না চট্টগ্রামের মাদক ব্যবসায়ীর

Share the post
মো আরিফ হোসেন নোয়াখালী সদর উপজেলা প্রতিনিধি : গত ০৬/১০/২০২৫ খ্রি: তারিখ মান্যবর পুলিশ সুপার নোয়াখালী জনাব মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ জনাব মোহাম্মদ ইব্রাহীম মহোদয়ের নেতৃত্বে নোয়াখালী জেলা সুধারাম মডেল থানার একটি চৌকস দল নোয়াখালী জেলা স্কুলের মেইন গেইটের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো: মতিউর রহমান (৪৫) কে ০৭.৩০ ঘটিকায় গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, চট্টগ্রাম জেলার চন্দ্রনাইশ থানাধীন দোহাজারি নামক স্থান থেকে বিশেষ কৌশলে তার পেটের ভিতরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে নোয়াখালী জিলা স্কুলের মেইন গেইটের সামনে অবস্থান করছিলো।
গ্রেফতারকৃত আসামীর নিকট হতে প্রাপ্ত তথ্য যাচাইয়ের জন্য আসামীকে মর্ডান হাসপাতাল, নোয়াখালী নিয়ে এক্সরে করলে তার পাকস্থলিতে ডিম্বাকার আকৃতির বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে মর্ডান হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সহায়তায় গ্রেফতারকৃত আসামীকে মলত্যাগ করিয়ে ৬৪ টি ডিম্বাকার আকৃতির প্যাকেট অপসারণ করা হয়।প্রতিটি প্যাকেটের ভিতর ৫০ পিস করে সর্বমোট ৩২০০ (তিন হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
আসামীর নামে চট্টগ্রাম ও কুমিল্লা জেলার বিভিন্ন থানায় সর্বমোট ০৫টি মাদক মামলা রয়েছে। আসামীকে জিজ্ঞাসাবাদ করলে সে তার নাম মো: মতিউর রহমান (৪৫), পিতা- আফতাব উদ্দিন (মৃত), মাতা- আয়েশা খাতুন (মৃত), সাং- কেন্দুয়া আফতাব উদ্দিন মাওলানার বাড়ি, ০৬নং ওয়ার্ড, ডাকুয়া ইউনিয়ন, থাকা- তারাকান্দা, জেলা- ময়মনসিংহ।
বর্তমান সাং- উল্লাপাড়া (কাশেম সওদাগর বাড়ি), দোহাজারি রেল স্টেশনের পূর্ব পাশে, ০৭নং পৌর ওয়ার্ড, থানা- চন্দ্রনাইশ, জেলা- চট্টগ্রাম বলে প্রকাশ করে ।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সুধারাম মডেল থানার মামলা নং- ১০, তারিখ- ০৭/১০/২০২৫ ইং, ধারা- ৩৬(১) এর সারণির ১০(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নেত্রকোনায় বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের

Share the post

Share the postসোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনার দুর্গাপুরে বাবার বিরুদ্ধে তার ১৫ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মঙ্গলবার দিবাগত রাতে থানায় মামলা দায়ের করেছেন। জানা যায় অভিযুক্ত আলাল উদ্দিন (৫৫) দুর্গাপুর সদর ইউনিয়নের বাসিন্দা। ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে। এই […]

টানা বৃষ্টিতে প্লাবিত নোয়াখালী, লাখো মানুষ পানিবন্দী

Share the post

Share the postজেলা প্রতিনিধি,নোয়াখালী: জানা যায়, টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে পুরো নোয়াখালী জেলাজুড়ে। জেলার সদর, সেনবাগ, সোনাইমুড়ী, চাটখিল, বেগমগঞ্জ, কবিরহাট, কোম্পানীগঞ্জ, সুবর্ণচর উপজেলার বেশিরভাগ নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছেন এসব উপজেলার বাসিন্দারা। বৃষ্টির পানিতে ডুবে গেছে আমন ধানের বীজতলা। এছাড়া মাঠে পানি বেশি থাকায় অনেক এলাকার কৃষক খেতে আমন লাগাতে […]