

সোহেল খান দূর্জয়,নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় দাঁড়ানো সিমেন্টবাহী একটি ট্রাকের পিছনে চলন্ত পিক-আপের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছে।
নিহতদের মধ্যে কলমাকান্দা উপজেলার শুনই আমবাড়ী গ্রামের আজিজ বেপারীর ছেলে তরিকুল (৩৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি পিক-আপের চালক। আরেকজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
শনিবার (১২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকুয়া বাজার সংলগ্ন পিডিবি গ্রীডের সামনে এই দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়,আজ সকালে ঘটনাস্থলে সিমেন্টবাহী একটি ট্রাক সড়কের পাশে বিকল হওয়া চাকা মেরামত করছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী ডিম পরিবহনকারী দ্রুতগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে পিক-আপে থাকা দুইজন নিহত হয়। এসময় একজন আহত হয়েছে। পুলিশ ট্রাক ও পিক-আপ আটক করলেও চালক পলাতক রয়েছে।