

সোহেল খান দূর্জয়,নেত্রকোনা প্রতিনিধি : দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেত্রকোনা ও আটপাড়া থেকে নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান রবিবার (১৯ ডিসেম্বর ) নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বিকাল ৩টায় ১৬ ইউপি চেয়ারম্যানের অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রধান অতিথি নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।
শপথ নেয়া ইউপি চেয়ারম্যানরা হলেন- সদর উপজেলার মৌগাতি ইউনিয়ন ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান খান(নৌকা), মেদনী ইউপি চেয়ারম্যান আলহাজ মিজানুর রহমান (ঘোড়া), কালিয়ারা গাবরাগাতি ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন খান(নৌকা), ঠাকুরাকোনা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক(নৌকা), সিংহের বাংলা ইউপি চেয়ারম্যান মোঃ আলী আহসান(ঘোড়া), আমতলা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ সবুজ(নৌকা), রৌহা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ(নৌকা), চল্লিশা ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহবুব উল মজিদ(নৌকা), দক্ষিণ বিশিউড়া ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম আজাদ সেলিম (ঘোড়া) , কাইলাটী ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হক(ঘোড়া),
আটপাড়ায় স্বরমুশিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর সাত্তার (নৌকা), লুনেশ্বর ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান কবীর(নৌকা, বানিয়াজান ইউপি চেয়ারম্যান মোঃ ফেরদৌস মিয়া(নৌকা), তেলিগাতী ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র দাস(নৌকা), দুওজ ইউপি চেয়ারম্যান সাইদুল হক তালুকদার (নৌকা), সুখারী ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান (নৌকা), ও শুনই ইউপি চেয়ারম্যান মোঃ রোকনউজ্জামান(নৌকা)।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আলামিন, আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আটপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব খায়রুল ইসলাম সহ আরো অনেকেই।
এসময় উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, স্হানীয় সরকার বিভাগের উপ- পরিচালক জিয়া আহমেদ সুমন।