

সোহেল খান দূর্জয় নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার বারহাট্টা উপজেলার সদর ইউনিয়নের অতিথপুর ব্লকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান,গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত রোপা আমন ধান ব্রি(ধান ৫২) প্রদর্শনীর মাঠ দিবস(৬ ডিসেম্বর ) রবিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
ভালো জাতের রোপা ও আমন ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণ মাঠ দিবস পালন করা হয়েছে।
রবিবার (৬ ডিসেম্বর ) দুপুরে জেলার বারহাট্টা উপজেলার অতিথপুর ব্লকে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
বারহাট্টা উপজেলা কৃষি অফিসার রাকিবুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার উচ্ছাস পালের পরিচালনায় মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (শস্য) মোঃ মাহফুজুল ইসলাম, প্রকল্প মনিটরিং অফিসার মোঃ রিজওয়ানুল বারী সহ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাগণ ও কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত সকল এর সামনে কৃষক মনির ও কৃষাণী ফরিদা বেগম এর জমি থেকে ব্রি ধান৭৪ ও বিনাধান-৫২ প্রত্যেক জাতের ধান ১০ বর্গ মিটার করে কেটে মাড়াই করা হয়। এর মধ্যে ব্রি ধান৭৪ হেক্টর প্রতি ফলন পাওয়া যায় ৪.২ টন এবং বিনাধান-৫২হেক্টর প্রতি ফলন পাওয়া যায় ৪.৫ টন। এ জাতের ধান গুলোর জীবন কাল কম বিধায় উপস্থিত কৃষকগন আগামীতে চাষ করার জন্য আগ্রহ প্রকাশ করেন।