

সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনা পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কালামকে (৫৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার একই ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মৃত নওয়াব আলী মেম্বারের ছেলে।
রবিবার (২৩ মার্চ) দুপুরের দিকে তাকে জেলা আদালতে পাঠিয়েছে বলে জানায় পুলিশ। এরআগে গত শনিবার দিনগত রাতে আবুল কালামের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল আলম জানান, পূর্বধলা থানায় গত ১২ ডিসেম্বরে একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় জড়িত সন্দেহে আবুল কালামকে সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। (২৩ মার্চ রবিবার) দুপুরের দিকে তাকে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান থানার ওসি।