

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : নেত্রকোনায় আইনশৃংঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মার্চ/২০২৫ মাসের পারফর্মেন্সের অভিন্ন মানদন্ডে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ নেওয়াজ জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন। রবিবার (২০ এপ্রিল) পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক ক্রাইম কনফারেন্সে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ অফিসার ইনচার্জ ওসি কাজী শাহ নেওয়াজকে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার প্রদান করেন।
এছাড়াও নেত্রকোনা মডেল থানার এসআই মোঃ শাহজাহান খান জেলার শ্রেষ্ঠ এসআই, জেলার বিট অফিসার হিসেবে শ্রেষ্ঠ মোঃ আমিনুল ইসলাম এবং এএসআই হিসেবে মোঃ ফারুক আহমেদ জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন। জানা গেছে, জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে রবিবার (২০ এপ্রিল-২০২৫) মার্চ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার(বারহাট্টা সার্কেল) সুমন কুমার দাস, সহকারী পুলিশ সুপার(দুর্গাপুর সার্কেল) আল ইমরানুল আলম, সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) গোলাম মোস্তফা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃংঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ নেওয়াজকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। সভা শেষে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের নিকট হতে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ নেওয়াজ শ্রেষ্ঠ ওসির পুরস্কার গ্রহণ করেন। এবিষয়ে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি কাজী শাহ নেওয়াজ আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নেত্রকোনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম সহ সকল সিনিয়র স্যারদের প্রতি। তিনি বিশেষ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নেত্রকোনা মডেল থানা ,শহর ফাড়ীর সহকর্মীদের প্রতি, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে তার এই পুরস্কার অর্জন সম্ভব হয়েছে । তিনি বলেন এই পুরস্কার আমার একার নয় আমাদের সকলের। তাই তিনি সকলের কাছে দোয়া ও ভালোবাসা চান।