নেত্রকোনায় বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনার দুর্গাপুরে বাবার বিরুদ্ধে তার ১৫ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মঙ্গলবার দিবাগত রাতে থানায় মামলা দায়ের করেছেন। জানা যায় অভিযুক্ত আলাল উদ্দিন (৫৫) দুর্গাপুর সদর ইউনিয়নের বাসিন্দা। ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে। এই মামলার এজাহারে ভুক্তভোগীর মা উল্লেখ করেন, তার স্বামী দীর্ঘদিন ধরে তাদের ১৫ বছর বয়সী মেয়েকে যৌন হয়রানি করে আসছিলেন। পাঁচ মাস আগে তিনি মেয়ের গলায় ছুরি ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। এরপর থেকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার একই কাজ করেন। অভিযুক্ত বাবা মেয়েকে হুমকি দিতেন যে ধর্ষণের কথা কাউকে বললে পরিবারের সবাইকে খুন করে ফেলবেন। ভয়ে মেয়েটি বিষয়টি এতদিন গোপন রাখে।
বিশেষ সূত্রে জানা যায় সম্প্রতি মেয়ের শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যায়। গর্ভবতী নারীদের মতো লক্ষণ দেখা যাওয়ায় বাবা তাকে দুর্গাপুরের ফারিহা ডায়াগনোষ্টিক সেন্টারে নিয়ে যান এবং পরীক্ষায় মেয়ের গর্ভে সন্তান থাকার বিষয়টি ধরা পড়ে। এরপর অভিযুক্ত বাবা কৌশলে মেয়েকে ময়মনসিংহের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গিয়ে সকলের অগোচরে গর্ভপাত করান। পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি আবারও বাবা তার মেয়ের সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করলে মেয়েটি বিষয়টি তার বড় বোনকে জানায়। এরপর পরিবারের অন্যান্য সদস্যরা ধর্ষণের ঘটনা জানতে পারেন।
এবিষয়ে ভুক্তভোগী মেয়ের মা অভিযোগ করে বলেন, তার স্বামী রাতে তার সাথেই ঘুমাতেন, কিন্তু মাঝরাতে ঘুম ভাঙলে তিনি তাকে বিছানায় খুঁজে পেতেন না। কয়েক দিন আগে বড় মেয়ের কাছ থেকে তিনি এই ঘটনা জানতে পারেন। তিনি আরও বলেন, এই বিষয়ে কথা বলতে গেলে তার স্বামী তাকে ও মেয়েকে মারধর করেন এবং তিনি এর ন্যায়বিচার চান। উক্ত বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এই ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্ত বাবাকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নোয়াখালীতে অভিনব কৌশলে পাকস্থলির ভিতরে ইয়াবা এনেও শেষ রক্ষা হলো না চট্টগ্রামের মাদক ব্যবসায়ীর

Share the post

Share the post মো আরিফ হোসেন নোয়াখালী সদর উপজেলা প্রতিনিধি : গত ০৬/১০/২০২৫ খ্রি: তারিখ মান্যবর পুলিশ সুপার নোয়াখালী জনাব মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ জনাব মোহাম্মদ ইব্রাহীম মহোদয়ের নেতৃত্বে নোয়াখালী জেলা সুধারাম মডেল থানার একটি চৌকস দল নোয়াখালী জেলা স্কুলের মেইন গেইটের সামনে অভিযান পরিচালনা করে মাদক […]

টানা বৃষ্টিতে প্লাবিত নোয়াখালী, লাখো মানুষ পানিবন্দী

Share the post

Share the postজেলা প্রতিনিধি,নোয়াখালী: জানা যায়, টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে পুরো নোয়াখালী জেলাজুড়ে। জেলার সদর, সেনবাগ, সোনাইমুড়ী, চাটখিল, বেগমগঞ্জ, কবিরহাট, কোম্পানীগঞ্জ, সুবর্ণচর উপজেলার বেশিরভাগ নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছেন এসব উপজেলার বাসিন্দারা। বৃষ্টির পানিতে ডুবে গেছে আমন ধানের বীজতলা। এছাড়া মাঠে পানি বেশি থাকায় অনেক এলাকার কৃষক খেতে আমন লাগাতে […]