

সোহেল খান দুর্জয়, নেত্রকোনা : নেত্রকোনায় গণমাধ্যমকর্মীদের কলঙ্ক হলুদ সাংবাদিকতার আইকন মহিউদ্দিন তালুকদার ও তানজিলা শাহ রুবিসহ তাদের মদদ দাতাদের চাদাবাজী সন্ত্রাসী কার্যকলাপ ও মিথ্যা অপপ্রচার এর বিরুদ্ধে অপ-সাংবাদিকতার অভিযোগ এনে মানববন্ধন করেছে কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নবাসী।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে গড়াডোবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও শিক্ষক লিটনের নেতৃত্বে এলাকাবাসীর ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদানের কথা জানান তারা গড়াডোবা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক।
এসময় জানা যায়, এর আগে প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ প্রকাশের জেরে প্রথমে মিথ্যা মামলা ও পরে হামলার শিকার হওয়ার অভিযোগে মহিউদ্দিন তালুকদার আদালতে মামলা দায়ের করেন।
মামলায় গড়াডোবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিটন মাষ্টার, হালিম মাষ্টার, ইউপি প্রশাসক ও সাবেক ইউপি সচিবসহ ২০ জনের নাম উল্লেখ করেন।
এসময় জানা যায়, মিথ্যা মামলা প্রত্যাহারসহ হামলাকারীদের বিচারের দাবিতে ৫ অক্টোবর বাংলাদেশ প্রেস ক্লাব নেত্রকোনা জেলা শাখার ব্যানারে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করেন তারা।