

সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনা জেলা মটরযান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।
গ্রেফপ্তারকৃত সাইফুল ইসলাম পৌর শহরের ইসলামপুরের মুসলিম উদ্দিনের ছেলে। পৌর শহরের ইসলামপুর সড়কের বাসা থেকে শুক্রবার ভোর রাতে তাকে আটক করা হয়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহ্ শাহনেওয়াজ জানান ২০২৩ সালের নেত্রকোনা জেলা বিএনপির দলীয় কার্যলয় ভাংচুর ও অঙ্গিসংযোগের ১৭ নং মামলায় ৩৩ জনের নাম উল্লেখসহ ১০০/১২০ জন অজ্ঞাত আসামী করে কামরুল ইসলাম নামে একজন মামলা করে। এই মামলায় শ্রমিক নেতা সাইফুল ইসলাম ২ নং এজাহার নামীয় আসামী হওয়ায় তাকে গ্রেপ্তার করে ৭ দিনের রিমান্ড চেয়ে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।
উলেখ্যঃ সাইফুল ইসলাম আগামী ২০ জুন (২০২৫) নেত্রকোনা জেলা মটরযান কর্মচারী ইউনিয়ের ত্রি বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছেন। এর আগে তিনি নেত্রকোনা জেলা মটরযান কর্মচারী ইউনিয়ের সাধারণ সম্পাদক ছিলেন।