নেত্রকোনায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে যুবক গ্রেফতার

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা : ফেসবুক, টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের দেব–দেবীর মূর্তি ভাঙার ভিডিও ছেড়ে বিদ্বেষ ছড়ানো, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উসকানি সৃষ্টির অভিযোগে নেত্রকোনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায় শনিবার (১৫ মার্চ) বারহাট্টা উপজেলার ধারাম পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
রোববার (১৬ মার্চ) পুলিশ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতার তরুণের নাম জোবায়েদ ইসলাম (২২)। তিনি জেলার বারহাট্টা উপজেলার ধারাম পশ্চিমপাড়া এলাকার মৃত আবুল মিয়ার ছেলে। জোবায়েদ পেশায় একজন রাজমিস্ত্রি।
পুলিশ ও স্থানীয়  সূত্রে জানা গেছে, জোবায়েদ ইসলাম ফেসবুকে ‘আয়নার ভালোবাসা’ ও ‘মো. জোবায়েদ’ নামে দুটি পৃথক আইডি ও ‘আসেন বিনোদন নেই’ নামে একটি পেজ পরিচালনা করেন। এ ছাড়া টিকটকে তার একটি আলাদা আইডি আছে। এসব পেজ ও টিকটকের আইডিতে তিনি বিভিন্ন সময়ে হিন্দু দেব–দেবীদের মূর্তি ভাঙার ভিডিও আপলোড করে ধর্মীয় বিদ্বেষ ও উসকানি ছড়ান। বিষয়টি নজরে আসার পর নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের নির্দেশে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার ব্যবহৃত স্মার্টফোনও জব্দ করা হয়। পরে পুলিশ বাদী হয়ে সন্ধ্যায় বারহাট্টা থানায় তার নামে মামলা করে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে পাঠায়।
নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি জোবায়েদের স্মার্টফোনেও মূর্তি ভাঙার ভিডিওগুলো পাওয়া গেছে। এ ছাড়া মূর্তি ভাঙায় তার সম্পৃক্ততারও প্রমাণ মিলেছে। এ ব্যাপারে ডিবির উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেইন বাদী হয়ে বারহাট্টা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। পরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আরো ৪৭ জনকে চোখ অপারেশনে পাঠালেন ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: ‘‘মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য’’ এই প্রতিপাদ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, জটিন ও কঠিন রোগে আক্রান্ত যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না, এমন অসহায় মানুষদের চিকিৎসা করানোর মানবিক উদ্যোগ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। রবিবার (১০ আগস্ট) সকালে ৬ষ্ঠ […]

নেত্রকোনার বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কর্মী প্রশিক্ষণ কর্মশালা ও মৃত্যু দাবির চেক হস্তান্তর  অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয় নেত্রকোনা : করবো বীমা গড়বো দেশ উন্নয়নের বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও নিয়ন্ত্রিত ইসলামীক শরিয়াহ মোতাবেক পরিচালিত বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড জোন ও সার্ভিস সেন্টারে কর্মী প্রশিক্ষণ কর্মশালা ও মৃত্যু দাবির চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় নেত্রকোনা জোন ও সার্ভিস […]