নীলফামারী সৈয়দপুরের শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকেরা।

Share the post

রাজু আহমেদ (নীলফামারি জেলা প্রতিনিধি): সারা দেশে এখন বইছে শীতের হাওয়া,শীত আসতে আর বাকি নেই। শীতের আগাম বার্তার জানান দিচ্ছে আবহাওয়া গতি বিধি দেখে।আর এরই মধ্যে সৈয়দপুর উপজেলার ৫ টি ইউনিয়নে শীতকালীন সবজির চাষ শুরু করেছেন এলাকার চাষিরা। সৈয়দপুর উপজেলায় প্রতি বছর আগাম উৎপাদিত সবজি বাজারে তুলে বিক্রয়ে ভালো দাম পেয়ে থাকেন চাষিরা। তাই আগাম সবজি আবাদে আগ্রহী হন তারা। এর ফলে সৈয়দপুর উপজেলার ৫ টি ইউনিয়ন এর কৃষকরা শীতকালীন সবজি চাষে ব্যস্ত হয়ে পড়েছেন।তারা সকলে বলেন এবারের আবহাওয়া জনিত কারণে সবজি চাষ লেট হয়ে গেছে। সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়ন এর পোরার হাট, উত্তর সোনাখুলি, ওসুর খাই, চিকলী,কামারপুকুর ও বাংগালীপুর সহ বিভিন্ন গ্রামের চাষিরা ব্যস্ত শীতকালীন সবজি চাষে। অন্যান্য ফসলের তুলনায় শীতকালীন সবজি চাষ লাভবান হওয়ায় কৃষকেরা এদিকেই ঝুঁকে পড়েছেন বলে জানান এলাকার চাষিরা। শীতের শুরুতেই বাজারে বিক্রি করে বেশি টাকা আয়ের আশায় চাষিরা এখন জমিতে শীতকালীন শাকসবজির চারা বপন ও পরিচর্যার কাজ করছেন। এ সমস্ত এলাকায় চাষ হচ্ছে, আলু, মূলা, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, ঢেঁড়স, লালশাক, পালংশাক, পুঁইশাক, লাউ অন্যতম। তবে বোতলাগাড়ি ইউনিয়নে এ বছর ফুলকপি ও বাঁধাকপির চাষ অনেক বেশি চাষাবাদ হয়েছে । সবজির মান ভালো হওয়ায় পইকারীর পাশাপাশি খুচরা বাজারেও নতুন সবজির চাহিদা বেশ ভালো থাকে, দামও বেশি পাওয়া যায় বলে আগাম সবজি চাষে আগ্রহ এই এলাকার কৃষকদের । উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় চলতি রবি মৌসুমে এ উপজেলায় শীতকালীন লাল শাকের আবাদ হয়েছে ৮০ হেক্টর জমিতে, পালংশাক ১২০ হেক্টর জমিতে, শিম প্রায় ৯০ হেক্টর জমিতে, মুলা ১০৫ হেক্টর জমিতে, টমেটো ৯০ হেক্টর জমিতে, বাঁধাকপি ১০০ হেক্টর জমিতে, ফুলকপি ৮৫ হেক্টর জমিতে, বেগুন ১০০ হেক্টর জমিতে, গাজর ২০ হেক্টর জমিতে, শসা ৩০ হেক্টর জমিতে, মিষ্টি কুমড়া ১২ হেক্টর জমিতে, বরবটি ১৫ হেক্টর জমিতে, পেঁপে ১৪ হেক্টর জমিতে, ডাটাশাক আলু প্রায় ১২০ হেক্টর জমিতে, সরিষা ৬০ হেক্টর জমিতে ও মরিচ ৫০ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। উপজেলার খোদ্দ বোতলাগাড়ির কৃষক মোন্নাফ জানান, আগাম সবজি চাষ করে বেশি লাভবান করে থাকি।নীলফামারী জেলার বিভিন্ন স্থান থেকে পাইকার এসে উৎপাদিত এসব সবজি মাঠ থেকেই ক্রয় করে নিয়ে তারা দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে গিয়ে থাকেন। উপজেলা কৃষি কর্মকর্তা সাহিনা জানান, অন্যান্য উপজেলার চেয়ে সৈয়দপুর উপজেলায় ব্যাপক সবজির আবাদ হয়। এখানকার কৃষক সহ জনসাধারণের চাহিদা মিটিয়ে বাইরে বিক্রি করা হয়।এতে করে অর্থনৈতিক ও সাবলম্ভী হওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এমনটা মনে করেন বিশ্লেষকরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের চাপায় যুবক নিহত

Share the post

Share the postএ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মালবাহী ট্রাকের ধাক্কায় অন্য ট্রাকের সহযোগী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজু শেখ (১৮) গোপালগঞ্জ সদরের খেলনা এলাকার ট্রাক চালক ইকবাল শেখের ছেলে। ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোল্লা মনিরুজ্জামান জানান, ট্রাক চালক ইকবাল শেখ বাগেরহাটের […]

বাগেরহাটে পিকআপ-ইজিবাইকের সংঘর্ষে নারী সহ নিহত- ৪

Share the post

Share the postএ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছে। এসময় আরো ৩ যাত্রী আহত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরহাটের কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাগেরহাটের মুনিগঞ্জ এলাকার নোমান শেখের স্ত্রী স্কুল শিক্ষিকা নিপা বেগম (২৮), রামপাল উপজেলার নবাবপুর এলাকার […]