নান্দনিক সৌন্দর্যের মধ্যেও বড় দুঃখ আসকার দীঘি বড় বড় নালা ভরা আবর্জনায়
চট্টগ্রাম মহানগরীর সবচেয়ে নান্দনিক ও স্বাস্থ্যকর ওয়ার্ড জামালখান। এক বর্গকিলোমিটারের এই ওয়ার্ডটি প্রাকৃতিকভাবে এখন সৌন্দর্যের প্রতিভূ হয়ে উঠেছে। ৩২ হাজার ভোটার ও দেড় লক্ষ লোকের বসবাসের এই ওয়ার্ড এখন নগরবাসীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত এখানে ভিড় জমে তরুণ তরুণী থেকে শুরু করে নানা বয়েসী নারী-পুরুষের। এলাকায় বসবাসরত অনেকের সাথে গত দুইদিনে জামালখান ওয়ার্ড নিয়ে কথা হলে তাদের মতে জামালখান ওয়ার্ড এখন ‘তাক লাগানো’ একটি ওয়ার্ড। আধুনিক প্রযুক্তি, পরিচ্ছন্নতা, ঐতিহ্য-সংস্কৃতির আধার হয়ে উঠেছে বলে জানান এই ওয়ার্ডের বাসিন্দররা।
অতীতের ‘ হেলদি ওয়ার্ড ’ এখন সৌন্দর্যের সবচেয়ে নান্দনিক স্থাপত্য শৈলী ও নান্দনিক ওয়ার্ডে পরিণত হয়েছে।