নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো রোটার্যাক্ট ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন, আর আই ডি-৩২৮২,বাংলাদেশের ২০১৯-২০ রোটারি বর্ষের সবচেয়ে বড় যৌথসভা
নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো রোটার্যাক্ট ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন, আর আই ডি-৩২৮২,বাংলাদেশের ২০১৯-২০ রোটারি বর্ষের সবচেয়ে বড় যৌথসভা ” #CONNECTION “.চট্টগ্রাম, কুমিল্লা,নরসিংদী, হবিগঞ্জ, মৌলভীবাজার সিলেটসহ বিভিন্ন রোটার্যাক্টর, এক্স-রোটার্যাক্টর, রোটারিয়ানদের ভালোবাসা ও সম্প্রীতিতে আমরা আপ্লুত। ২৪ জন সভাপতির মেলবন্ধন হোক আগামীর জয়যাত্রার,বন্ধুত্ব হোক আরো সুদৃঢ় সম্মানিত DRCC,PDRR,DICC & ডড়ড় সহ রোটার্যাক্ট বন্ধুদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সত্যিই অনুপ্রেরণা হয়ে থাকবে।সেই সাথে পিঠা উৎসব ” জিভে জল” এ আয়োজনকে করেছে আরো সমৃদ্ধ।
“LEAD THE ROTARACT, CONNECT THE WORLD”