নাটোরে শিশু জুঁইকে ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইবিতে মানববন্ধন

Share the post
মিজানুর রহমান, ইবি প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রামের জুঁই নামে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করে মুখমণ্ডলে এসিড দিয়ে ঝলসে দেওয়ার মতো নারকীয় ঘটনায় দোষীদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় এনে শাস্তির দাবিতে প্রতিবাদী মানববন্ধন করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতি।
শুক্রবার (১৮ এপ্রিল) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে নাটোর জেলা কল্যাণ সমিতির উপদেষ্টা ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ.টি.এম মিজানুর রহমান ও নাটোর জেলার সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সুমন শেখ বলেন, “এই মানববন্ধন শুধু একটি শিশুর জন্য নয়, এটা সারাদেশে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে। জুলাই বিপ্লবের পরেও কেন আমরা জানমালের নিরাপত্তা পাচ্ছি না, নারী ও শিশু নির্যাতন কমছে না। প্রশাসন জেগে উঠুন।”
সমাজ কল্যাণ বিভাগের শিক্ষার্থী মো. সাদিক বলেন, “এই মানববন্ধন শুধু একটি শিশুর জন্য নয়, এটা সারাদেশে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে। জুলাই বিপ্লবের পরেও কেন আমরা জানমালের নিরাপত্তা পাচ্ছি না, নারী ও শিশু নির্যাতন কমছে না। প্রশাসন কেন সজাগ হয় না? এই দুর্বল প্রশাসন কবে সজাগ হবে? নারী ও শিশু নির্যাতন দমন আইন মোতাবেক ১৮০ দিনের মধ্যে বিচারকার্য সম্পূর্ণ হওয়ার কথা।
সেই ১৮০ দিন আসতে আসতে আরো ১৮০টি ধর্ষণের কেস জমা হয়ে যায় এবং পুরাতন কেসগুলো ধুলায় মিশে যায়। Justice is delayed, Justice is Denied. তাই ১৮০ নয়, সাত দিনের মধ্যে বিচারকার্য সম্পূর্ণ করার ব্যবস্থা করুন।”
ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ.টি.এম মিজানুর রহমান বলেন, “এরকম শিশু ধর্ষণ মেনে নেওয়া যায় না। আমরা পরিবর্তিত রাষ্ট্র দেখতে চাই। সারাদেশে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ইবিতে মানববন্ধন হচ্ছে। যতদিন পর্যন্ত সারাদেশে ন্যায়বিচার ও শিশু ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে, ততদিন আমরা আন্দোলন সংগ্রাম করে যাবো।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বিএনসিসি ক্যাম্পে ভলিবলে সেরা ২৪ ব্যাটালিয়ন

Share the post

Share the postবিশেষ প্রতিবেদন, ইবি প্রতিনিধি : ব্যাটালিয়ন ক্যাম্পিং–২০২৫ উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্ট আন্তঃব্যাটালিয়ন ভলিবল প্রতিযোগিতার আয়োজন করেছে। এতে মুখোমুখি হয় ২৩ ও ২৪ ব্যাটালিয়ন। খেলায় দারুণ লড়াই শেষে চ্যাম্পিয়ন হয় ২৪ ব্যাটালিয়ন। শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় মাগুরা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা কৌশল, দলীয় […]

ইবিতে হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে চার সদস্যের তদন্ত কমিটি

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ গীতা ও শ্রীকৃষ্ণ সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগের ভিত্তিতে তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নির্দেশে গঠিত এই কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে অভিযোগের পেছনের প্রকৃত তথ্য-উপাত্ত সংগ্রহ করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। […]