নলছিটিতে সড়ক সংস্কারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

Share the post

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার অনুরাগ গৌরিপাশা আল হাসান দাখিল মাদ্রাসা সম্মুখ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে স্থানীয়রা, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। এসময় তারা পৌর এলাকার কাঠেরপুল হইতে অনুরাগ বাজার সড়কের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত সময়ে সড়ক মেরামত করার জন্য কতৃপক্ষের দৃষ্টি আর্কষন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, অনুরাগ গৌরিপাশা আল হাসান দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা বশির উদ্দিন, স্থানীয় বাসিন্দা এস.এম টুলু, এফ.এইচ রিভান, মো. হানিফ মল্লিক, সমাজকর্মী বালী তাইফুর রহমান, মো. শাওন হাওলাদার প্রমুখ। এসময় তারা বলেন, আমাদের এই সড়ক দিয়ে প্রতিদিন মাদ্রাসার শিক্ষার্থীসহ শতশত সাধারন জনতা চলাফেরা করে। খানাখন্দে ভরা এই সড়কে একজন সুস্থ মানুষই চলাফেরা করতে পারে না। সেখানে একজন মানুষ অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে হাসপাতালে যাওয়া খুবই কষ্টকর ব্যাপার। সড়কের অবস্থা খারাপ হওয়ায় যানবাহন চলাচল করতে পারে না। তারা আরও বলেন, বার বার সড়ক মেরামতের বরাদ্দ করা হয় কিন্তু সেটা শুধু কাগজ কলমেই থাকে আমাদের সড়কের উপর একটি ইটও পরতে দেখি না। এখন আমরা অতিদ্রুত এই সমস্যার সমাধান চাই। ৮নং ওয়ার্ডবাসী অনেক দুর্ভোগ পোহাইছে আর কস্ট করতে চায় না। প্রতিদিন কোমলমতি শিক্ষার্থীরা এই সড়কের জমে থাকা পানিতে নিজেদের পোশাক নষ্ট করে বিদ্যালয়ে হাজির হন। তাতে তাদের পাঠদানে বিঘ্ন ঘটে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে মারা গেল খামারির ৬টি গরু

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে একটি খামারের ৬টি গাভি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো. নজরুল ইসলাম (৫৬) খামারে এ ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানান গরুর মালিক। এ ছাড়া খামারটির আরও […]

বরিশাল বোর্ডে সেরা ঝালকাঠি জেলা ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা এবারও শীর্ষে

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় গড় পাসের হারে সবার শীর্ষে রয়েছে ঝালকাঠি জেলা। এ জেলায় মোট পাসের হার ৮৫ দশমিক ৯৫। দ্বিতীয় অবস্থানে থাকা ভোলা জেলার পাসের হার ৮৪ দশমিক ৩৬। আর গত বছর দ্বিতীয় স্থানে থাকা বরিশাল জেলা ৮৩ দশমিক ৯৪ […]