নরসিংদীতে ৪৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

Share the post
আশিকুর রহমান ,নরসিংদী : নরসিংদীর শিবপুর থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।রবিবার (৫ অক্টোবর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ এ তথ্য নিশ্চিত করেন।গ্রেফতারকৃত আল মামুন (৩৮) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার বটতলা গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে। এসময় তার কাছ থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ওসি আবুল কায়েস আকন্দ জানান, সমাজ থেকে মাদক, অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, ছিনতাই রোধ এবং সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে জেলা গোয়েন্দা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় রবিবার সকাল সাড়ে ১০ টায় ডিবির উপপরিদর্শক মোবারক হোসেন, জামিরুল ও সহকারী উপপরিদর্শক দিপক কুমার এর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শিবপুরের কুন্দালপাড়া (ঢাকা-সিলেট)  মহাসড়কে অভিযান পরিচালনা করেন। এসময় সন্দেহভাজন ঢাকামুখী একটি পিকআপে চল্লাশি চালায়। এসময় পিকআপের বিশেষ  চেম্বারে কৌশলে লুকিয়ে রাখা ৪৫ কেজি গাঁজা উদ্ধার এবং আল মামুন নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। পিকআপটি জব্দ করা হয়েছে এবং এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

রামগতিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই বাড়ির দুপক্ষের মারামারি, আহত-১০

Share the post

Share the postকবির হোসেন রাকিব,রামগতি(লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরে রামগতিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই বাড়ীর দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৮জন আহত হয়েছে।গতকাল সোমবার সকালে ঘটনাটি ঘটেছে আলেকজান্ডার ইউনিয়নের সবুজগ্রাম ৬নং ওয়ার্ডের মিজি কলোনী সংলগ্ন মিজি বাড়ীতে। এ ঘটনায় উভয় পক্ষের লোকজন রামগতি থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে। স্থানীয়রা জানায়, ওহাব […]

সোনারগাঁ নৌ পুলিশের সাথে মেঘনা নদীতে চাঁদাবাজদের সাথে সংঘর্ষ পুলিশ সহ আহত ৫

Share the post

Share the postফাহাদ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে চাঁদাবাজি ঠেকাতে অভিযান চালাতে গিয়ে পুলিশের সঙ্গে চাঁদাবাজ চক্রের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সোনারগাঁ উপজেলার মেঘনা নদীর নুনেরটেক এলাকায়।প্রত্যক্ষদর্শী সূত্রে […]