

আশিকুর রহমান ,নরসিংদী : নরসিংদীর শিবপুর থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।রবিবার (৫ অক্টোবর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ এ তথ্য নিশ্চিত করেন।গ্রেফতারকৃত আল মামুন (৩৮) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার বটতলা গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে। এসময় তার কাছ থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ওসি আবুল কায়েস আকন্দ জানান, সমাজ থেকে মাদক, অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, ছিনতাই রোধ এবং সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে জেলা গোয়েন্দা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় রবিবার সকাল সাড়ে ১০ টায় ডিবির উপপরিদর্শক মোবারক হোসেন, জামিরুল ও সহকারী উপপরিদর্শক দিপক কুমার এর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শিবপুরের কুন্দালপাড়া (ঢাকা-সিলেট) মহাসড়কে অভিযান পরিচালনা করেন। এসময় সন্দেহভাজন ঢাকামুখী একটি পিকআপে চল্লাশি চালায়। এসময় পিকআপের বিশেষ চেম্বারে কৌশলে লুকিয়ে রাখা ৪৫ কেজি গাঁজা উদ্ধার এবং আল মামুন নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। পিকআপটি জব্দ করা হয়েছে এবং এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।