নরসিংদীতে যাত্রাবিরতি পেল আরও ৩টি আন্তঃনগর ট্রেন
আশিকুর রহমান, নরসিংদী :নরসিংদী রেলওয়ে স্টেশনে আরও ৩টি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির উদ্বোধন করা করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৯টায় নরসিংদী রেলওয়ে স্টেশনে মহানগর প্রভাতী, মহানগর গোধূলী ও উপবন এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির অনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
এসময় ঢাকা থেকে ছেড়ে আসা নরসিংদী স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে যাত্রাবিরতি দেওয়া মহানগর প্রভাতী ট্রেনটির পরিচালক ও লোকমাস্টার ও যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি মুখ করান নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরাম।
জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে এই জেলার যোগাযোগের ক্ষেত্রে পর্যাপ্ত ট্রেনের যাত্রাবিরতি ছিল না। রেলপথ মন্ত্রণালয় বিষয়টি অনুধাবন করে যাত্রাবিরতির অনুমতি দেওয়ায় জেলাবাসী উপকৃত হবেন।
নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরামের সভাপতি আমজাদ জুয়েল বলেন, রেল মন্ত্রণালয় আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে নরসিংদী স্টেশনে আন্তনগর মহানগর প্রভাতী, মহানগর গোধূলী ও উপবন এক্সপ্রেস ডাউন ট্রেনের যাত্রাবিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে হাজারো যাত্রীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।
নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আব্দুল মান্নান জানান, নতুন যাত্রাবিরতি করা ৩টি ট্রেনসহ নরসিংদী স্টেশনে যাত্রাবিরতি করা আন্তঃনগর ট্রেনের সংখ্যা দাঁড়িয়েছে ৮।
এসময় রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আব্দুল মান্নান, রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহিরুল ইসলাম, নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরামের সভাপতি আমজাদ জুয়েল, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, ও রেলওয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।