

আশিকুর রহমান নরসিংদী :-নরসিংদীর রায়পুরায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে আটক করেছে রায়পুরা থানা পুলিশ।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আদিল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃত গোলাম রাব্বি (২৫) ব্রাহ্মনবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার টংকি গ্রামের আব্দুল গফুর এর ছেলে। এসময় তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা পৌঁনে দুইটার দিকে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ ও উপপরিদর্শক হাসান এর নেতৃত্বতে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লোচনপুর বাজারের আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় এক যুবক একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে চালাছিলেন। বিষয়টি পুলিশের সন্দেহ হলে মোটরসাইকেলটি থামানোর সংকেত দিয়ে মোটরসাইকেলটি থামান। একপর্যায়ে পুলিশী জিজ্ঞেসাবাদে তার কথাবার্তায় ও আচরণে সন্দেহ হলে তল্লাশি করে তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হন।
এবিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আদিল মাহমুদ বলেন, মাদক, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে রায়পুরা থানা পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পুলিশের নিয়মিত অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা সহ একজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়েছি। এধরণের অভিযান অব্যাহত থাকবে এবং সংক্রান্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।