নরসিংদীতে ঘাস খাওয়াকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদী সদর উপজেলার করিমপুরে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে একব্যক্তি কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকেরা।আজ বুধবার (৭ মে) দুপুরে সদর উপজেলার করিমপুর ইউনিয়নের বাউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক ঘটনার সততা নিশ্চিত করেন। তবে এ ঘটনায় দুইজনকে আটকও করেছে পুলিশ। নিহত ব্যক্তি হলেন করিমপুর ইউনিয়নের বাউশিয়া গ্রামের শুক্কুর মিয়ার ছেলে মোস্তফা মিয়া (৪০)।
নিহতের ভাই শ্যামল মিয়া জানান, তাদের বাড়ির ছাগল পাশ্ববর্তী তালেব মিয়ার জমির ঘাস খেয়ে ফেলে। ঘাস খাওয়াকে কেন্দ্র করে তালিব মিয়ার ছেলেদের সাথে আমার ভাইয়ের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা দৌড় গিয়ে বাড়ি থেকে দা, ছুরি, চাপাতি নিয়ে এসে আমার ভাই, তার অন্তঃসত্ত্বা স্ত্রী ও ছেলেমেয়ের উপর হামলা করে। এসময় তাদের চাপাতির কোপে আমার ভাই মোস্তফা গুরুত্ব আহত হয়। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে মোস্তফাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, এ ঘটনায় রুবেল ও আলাউদ্দিন নামে দুই জনকে আমরা আটক করেছি। এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে মামলা হিসেবে রুজু করা হবে।