

আশিকুর রহমান, নরসিংদী :-নরসিংদীতে ১২ মামলার গ্রেপ্তারী পরোয়ানা ও ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।
বুধবার দুপুরে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মাসুদ রানা শহরের ভাগদী এলাকার বাসিন্দা এবং মেসার্স জনতা ব্যাটারি সার্ভিসের মালিক।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মাসুদ রানা দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণামূলক লেনদেনের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এইসব প্রতারণা ও জালিয়াতির কারণে তার বিরুদ্ধে নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলায়
মোট ১২টি চেক ডিজঅনার মামলায় আদালত গ্রেপ্তারী পরোয়ানা জারি করে এবং অপর আরেক মামলায় ৪৯ লক্ষ টাকা জরিমানা সহ চার বছরের সাজাপ্রাপ্ত মামলায় পলাতক ছিলেন তিনি। পরে নরসিংদী মডেল থানার ওসি এমদাদুল হকের নির্দেশনায় উপপরিদর্শক নাছিম মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগর উপজেলার মুরাকুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, গ্রেপ্তারকৃত আসামী দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অপরাধী যেখানেই থাকুক, তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। আসামীকে পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।