নওগাঁয় জামায়াত নেতা হত্যা মামলার আসামি সহ ৭ ডাকাত গ্রেফতার

Share the post
মির্জা তুষার আহমেদ, নওগাঁ : নওগাঁর সাপাহার উপজেলার জামায়াত সেক্রেটারি আব্দুল্লাহিল কাফি হত্যা মামলার আসামী মোঃ সেলিম সহ কুখ্যাত ৭ জন ডাকাত কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।এছাড়াও লণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ সব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ২৩ এপ্রিল সাপাহারের মুসনাহার বাজার থেকে অটো চার্জার চালক সাদিকুল ইসলাম বাড়ি ফেরার পথে ইসলামপুর ব্রিজে তাকে থামিয়ে তার গলায় চাকু ধরে হত্যার ভয় দেখিয়ে পাশের আম বাগানে নিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে অটো চার্জার ছিনতাই করে নিয়ে যায়। এ ছাড়াও পোরশা উপজেলার সরাইগাছী বাজার থেকে আড্ডা বাজার যাওয়ার পথে মসিদপুর এলাকায় অটো চার্জার চালককে হত্যার ভয় দেখিয়ে তাকে মারপিট করে অটো চার্জার ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় সাপাহার ও পোরশা থানায় মামলা রুজু হয়।এরপর নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ারের দিক-নির্দেশনায় ডিবির একাধিক টিম অভিযান চালিয়ে, গত রবিবার (২৭ এপ্রিল) নওগাঁ ও অন্ত জেলা রাজশাহীর বিভিন্ন জায়গা থেকে তাদের কে গ্রেফতার করেন এবং তাদের কাছ থেকে লণ্ঠিত মালামাল উদ্ধার করেন। অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন জানান, আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেলার একাধিক ডাকাতি ও দুর্ধর্ষ ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত এবং অটো চার্জার গুলো ছিনতাই পূর্বক ব্যাটারি এবং বডি আলাদা আলাদা যন্ত্রাংশে পরিণত করে খুচরা ভাবে বিক্রি করে বলে শিখার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, কুখ্যাত ডাকাত মোঃ আব্দুল জব্বার তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০ টি ডাকাতি ও চুরির মামলা। মোঃ নুরুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন থানায় ০৪ টি ডাকাতি ও চুরি মামলা এবং মোঃ সেলিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ০৮ টি ডাকাতি ও চুরি মামলা রয়েছে।ছিনতাই এর সাথে জড়িত গ্রেফতারকৃতরা হলেন, শহিদ খান (৩৪), পিতা-মোঃ আলম খান, মোঃ কাওছার আলী মৃধা (২৪), পিতা-মোঃ পরেশ আলী মৃধা, মোঃ আব্দুল মতিন মোল্লা (৫০), পিতা-মোঃ তমিজ উদ্দিন মোল্লা, মোঃ জিয়াউর রহমান (৪২), পিতা-মৃত ময়েন উদ্দিন, মোঃ আজিজুল মন্ডল (৬৪), পিতা-মৃত সোলায়মান মন্ডল, সবাই নওগাঁ জেলার বাসিন্দা। সংবাদ সম্মেলনে,অতিরিক্ত পুলিশ সুপার এহ্সানুর রহমান ভূইয়া, নওগাঁ জেলা গোয়েন্দা শাখা ডিবি (ওসি) এম এ মান্নান, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

চোরাচালান, মাদক দমন ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কোস্ট গার্ড দক্ষিণ জোন

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, প্রতিনিধি চ্যানেল ২১: বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ অঞ্চলে আইন-শৃঙ্খলা বজায় রাখা, জনগণের জানমালের সুরক্ষা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক দমন, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ কার্যক্রম পরিচালনা থেকে শুরু করে নানামুখী দায়িত্ব পালনের মাধ্যমে […]

‎নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

Share the post

Share the post স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুর গ্রামের তানভীর আহমেদ (৩০) নামে এক যুবক নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মৃত সিরাজ মিয়ার পুত্র। ‎স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতের দিকে তানভীর নিজের রুমে ঘুমাতে যান। শনিবার সকাল ৯টার দিকে রুমের দরজা না খোলায় পরিবারের সদস্যরা […]