দেশবাসীকে দুই বছরের আয়ের হিসাব দিলেন জেলেনস্কি

Share the post

দুর্নীতির কারণে প্রায়ই সরকারি কর্মকর্তাদের বরখাস্ত করতে দেখা যায় ইউক্রেনে। এ ছাড়া জনপ্রতিনিধিরাও হন বরখাস্ত। এসব কারণে বারবার দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবার স্বচ্ছ তদন্তে জোর দিয়ে নিজের আয়ের হিসাব দিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, জেলেনস্কির দুই বছরের আয়ের তথ্য রোববার ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়। তাতে জেলেনস্কি দাবি করেছেন, দুই বছরে তাঁর আয় কমেছে। করোনার পরের বছর ২০২১ সালে কমেছে। এ ছাড়া ২০২২ সালেও কমেছে তাঁর বাৎসরিক আয়।

এর মধ্য দিয়ে এই প্রথম সবার সামনে নিজের আয়ের হিসাব প্রকাশ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল ওয়েবসাইট থেকে জানা যায়, যুদ্ধের আগের বছর অর্থাৎ ২০২১ সালে জেলেনস্কি ও তাঁর পরিবারের আয় ছিল ১০৮ কোটি রিভনিয়া (২ লাখ ৮৬ হাজার ১৬৮ মার্কিন ডলার)। এই আয় আগের বছর অর্থাৎ ২০২০ সালের চেয়ে কম। ওই বছর আয় ছিল ১২০ কোটি রিভনিয়া। ২০২১ সালে তাঁর পরিবারের আয়ের একটি অংশ এসেছে সরকারি বন্ড বিক্রি করে।

২০২২ সালেও জেলেনস্কির বাৎসরিক আয় কমে। ওই বছর তাঁর পরিবারের আয় ছিল ৩৭ লাখ রিভনিয়া। যুদ্ধের কারণে তাঁর আয় কমে যায়। এ ছাড়া রিয়েল স্টেট ব্যবসায়ও মন্দা যাচ্ছে।

ক্ষমতায় আসার আগেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার ডাক দিয়েছিলেন ভলোদিমির জেলেনস্কি। ক্ষমতায় আসার পর বারবার তিনি সরকারি কর্মকর্তাদের আয়ের স্বচ্ছ তথ্য প্রকাশের তাগিদ দিয়ে আসছেন। ইউক্রেনের দুর্নীতি নিয়ে প্রায়ই তিরস্কার শুনতে হয় তাঁকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

২৮ বছর পর যেকারণে হামাসের সাথে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র

Share the post

Share the post২৮ বছর পর প্রথমবারের মতো হামাসের সাথে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এই চঞ্চল্যকর তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। হামাসকে শেষবারের মতো সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, যদি অনতিবিলম্বে ইজরায়েলের সমস্ত বন্দিদের মুক্তি দেওয়া না হয় তাহলে, গাজায় নারকীয় পরিস্থিতি তৈরি হবে। নিষিদ্ধ ঘোষণা করা কোন সংগঠনের সাথে সাধারণত যোগাযোগ করে না […]

নার্স ভারতীয় শুনেই, মেরে নার্সের মুখের হাড় গুঁড়িয়ে দিল রোগী!

Share the post

Share the postযুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পামস ওয়েস্ট হাসপাতালে সম্প্রতি একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। ভারতীয় বংশোদ্ভূত ৬৭ বছর বয়সী নার্স লীলাম্মা লালকে আক্রমণ করেছেন ৩৩ বছর বয়সী রোগী স্টিফেন স্ক্যান্টলেবুরি। আক্রমণের সময় স্ক্যান্টলেবুরি লীলাম্মাকে মারধর করে তার মুখের হাড় ভেঙে দেন। মেরে মুখের হাড় গুঁড়ো করে দিয়েছেন। চোখের অবস্থাও আশঙ্কাজনক। দৃষ্টিশক্তি কার্যত হারাতে বসেছেন। আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন […]