দেশবাসীকে দুই বছরের আয়ের হিসাব দিলেন জেলেনস্কি
দুর্নীতির কারণে প্রায়ই সরকারি কর্মকর্তাদের বরখাস্ত করতে দেখা যায় ইউক্রেনে। এ ছাড়া জনপ্রতিনিধিরাও হন বরখাস্ত। এসব কারণে বারবার দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবার স্বচ্ছ তদন্তে জোর দিয়ে নিজের আয়ের হিসাব দিলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, জেলেনস্কির দুই বছরের আয়ের তথ্য রোববার ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়। তাতে জেলেনস্কি দাবি করেছেন, দুই বছরে তাঁর আয় কমেছে। করোনার পরের বছর ২০২১ সালে কমেছে। এ ছাড়া ২০২২ সালেও কমেছে তাঁর বাৎসরিক আয়।
এর মধ্য দিয়ে এই প্রথম সবার সামনে নিজের আয়ের হিসাব প্রকাশ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল ওয়েবসাইট থেকে জানা যায়, যুদ্ধের আগের বছর অর্থাৎ ২০২১ সালে জেলেনস্কি ও তাঁর পরিবারের আয় ছিল ১০৮ কোটি রিভনিয়া (২ লাখ ৮৬ হাজার ১৬৮ মার্কিন ডলার)। এই আয় আগের বছর অর্থাৎ ২০২০ সালের চেয়ে কম। ওই বছর আয় ছিল ১২০ কোটি রিভনিয়া। ২০২১ সালে তাঁর পরিবারের আয়ের একটি অংশ এসেছে সরকারি বন্ড বিক্রি করে।
২০২২ সালেও জেলেনস্কির বাৎসরিক আয় কমে। ওই বছর তাঁর পরিবারের আয় ছিল ৩৭ লাখ রিভনিয়া। যুদ্ধের কারণে তাঁর আয় কমে যায়। এ ছাড়া রিয়েল স্টেট ব্যবসায়ও মন্দা যাচ্ছে।
ক্ষমতায় আসার আগেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার ডাক দিয়েছিলেন ভলোদিমির জেলেনস্কি। ক্ষমতায় আসার পর বারবার তিনি সরকারি কর্মকর্তাদের আয়ের স্বচ্ছ তথ্য প্রকাশের তাগিদ দিয়ে আসছেন। ইউক্রেনের দুর্নীতি নিয়ে প্রায়ই তিরস্কার শুনতে হয় তাঁকে।