দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জাবেদ।
চট্টগ্রাম সংবাদ: দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজ গভর্নিং বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন ২৩নং উত্তর পাঠানটুলি ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জাবেদ।আজ সকালে দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের অধ্যক্ষের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ প্রাঙ্গণে দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের গভার্নিং বডির সভাপতি কে ফুল দিয়ে বরণ করে নেন কলেজের অধ্যক্ষসহ সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
এ সময় মোহাম্মদ জাবেদ বলেন – দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় সকল সিটি কর্পোরেশন কলেজ চেয়েছে অন্যতম এবং নান্দনিক কলেজ হিসেবে তৈরি করতে আমি কাজ করবো। সকলের সহযোগিতা পেলে দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজ হবে চট্টগ্রামের সবচেয়ে স্বনামধন্য কলেজ।