দুর্গাপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকেোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা রুসার আয়োজনে ও জেলা ভোক্তা অধিদপ্তরের সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার বেলা ১১ টায় বিরিশিরির কানিয়াইল এলাকায় রুসার মিলনায়তনে এ সেমিনার উদ্বোধন করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম।
সেমিনারে রুসার নির্বাহী পরিচালক এম এন আলমের সভাপতিত্বে ও প্রকল্প পরিচালক জন ক্রসওয়েল খকসীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, শিক্ষাবিদ এম এ জিন্নাহ, উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান।সেমিনারে উপস্থিত সকলের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি সকল ব্যাবসায়িক মহলকে ভোক্তা অধিকার আইন মেনে চলার পরামর্শ দেন। কেউ ভোক্তা অধিকার আইন লঙ্গন করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।পরিশেষে, মুক্ত আলোচনার মাধ্যমে ভোক্তার অধিকার নিশ্চিতকরণে উপস্থিত সুধীজনদের মতামত ও বিভিন্ন পরামর্শ গ্রহণ করা হয়।