

সোহেল খান দূর্জয়,নেত্রকোনা প্রতিনিধি: পৃথিবীতে ভালো লাগা-ভালোবাসা, গভীর আবেগ ও মমতা জড়ানো অসংখ্য শব্দ রয়েছে। যেসব শব্দের নাম উচ্চারণ করামাত্রই বা ভাবতেই মনের মাঝে অন্যরকম ভালো লাগা কাজ করে। যেমন- মা, মাতৃভূমি, মাতৃভাষা, স্বাধীনতা, পতাকা, ঈদ, পূজা, বনভোজন, মেলা…। তেমনি এক গভীর আবেগ, অনুভূতি ও স্মৃতির সুর-মূর্ছনার মোড়ক মোড়ানো শব্দের নাম পুনর্মিলনী। নানা শ্রেণি-পেশার মানুষের নানা রকমের পুনর্মিলনী হতে পারে। তবে শিক্ষাজীবনের প্রাণের ক্যাম্পাসের প্রিয় সহপাঠী বন্ধুদের পুনমিলনী সে যে সাধেরই একতারা। ‘সে যে শুধু মিলনের সুখ-সুর গায়/ ভেসে স্মৃতির ভেলায়/ দাঁড়িয়ে স্মৃতির জানালায়।’
“দৃঢ় হোক আত্মার বন্ধন হৃদয়ে লাগুক কম্পন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নেত্রকোনার দুর্গাপুর এম কে সি এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৮ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) নেত্রকোনার দুর্গাপুরের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাকজমকপূর্ণ ভাবে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই এম কে সি এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা, বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রেস্ট বিতরণ ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
সুহৃদ_৯৮ নামের একটি ফেইসবুক গ্রুপের মাধ্যমে সকল বন্ধুদের সাথে যোগাযোগ করে উক্ত গ্রুপের এডমিন পুলক দাস ও রাজন ঘোষ।
আয়োজক কমিটির সদস্য ‘৯৮ ব্যাচের রাজন ঘোষ, শফিকুল আলম সজীব সহ সুহৃদ ৯৮ গ্রুপের আরও অনেকের ঘাম ঝরানো পরিশ্রমের ফসল সফল এই অনুষ্ঠানটি।
অনুষ্ঠানের আলোচনা সভায় একে একে সকল বন্ধুদের অনুভূতি প্রকাশ সহ পরবর্তী ২৫ বছর পূর্তি আরো জাঁকজমকপূর্ণভাবে পালন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় ‘৯৮ ব্যাচের সকল শিক্ষার্থী আবেগে আপ্লুত হয়ে একে অন্যকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।