

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও কারিতাস এসডিডিবি প্রকল্পের সহযোগিতায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার পরিষদ চত্বর থেকে বিভিন্ন এলাকা থেকে আগত প্রবীণ নারী ও পুরুষদের অংশগ্রহণে এক র্যালী ও পরবর্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরবর্তিতে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধী ও প্রবীণ সমাজকল্যাণ ক্লাবের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রকল্পের এ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের নূর মোহাম্মদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংবাদিক সমিতির সহ:সভাপতি মামুন রনবীর, কারিতাসের প্রোগ্রাম অফিসার বাঁধন চিরাং।
বক্তারা বলেন, প্রবীণরা আমাদের সমাজের বোঝা নয়, এখনো সমাজে প্রবীণদের পরামর্শ নিয়ে কাজ করা হয় বিধায় সমাজ এখনো অনেক সুন্দর। প্রবীণদের নিয়ে কাজ করার জন্য কারিতাসকে ধন্যবাদ জানানো হয়। আলোচনা , বিশ্ব প্রবীণ দিবসকে স্মরণীয় করে রাখতে ১২০ জন প্রবীণ নারী পুরুষদের মাঝে ২ টি করে ফলদ গাছের চারা বিতরণ করা হয়।